অভিনব একটি নতুন ব্যবসার আইডিয়া

অভিনব একটি নতুন ব্যবসার  আইডিয়া

আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ব্যবসার কথা আলোচনা করব যে ব্যবসাটা বর্তমানে কেউ করছে না বল্লেই চলে বা যারা করছে তারা খুবই ছোট লেভেলে করছে।  এই ব্যবসাটি একটি বড় লেবেলে করতে পারলে দারুন একটি স্টার্টআপ শুরু করতে পারবেন। কম ইনভেস্টমেন্টে আমরা অতি লাভজনক একটা ব্যবসার আইডিয়া প্রতিনিয়তই খুঁজে বেড়ায়।  আমরা সকলেই চাই দারুন একটি ব্যবসা কম ঝুঁকিতে এবং কম ইনভেস্টমেন্টে করতে এবং সেটি লাভজনক হওয়া চাই। আজকের প্রতিবেদনে সেরকমই একটি কম ইনভেস্টমেন্টে অতি লাভজনক এবং অভিনব একটি নতুন ব্যবসার  আইডিয়া নিয়ে আমি এই প্রতিবেদনটি লিখছি।

 


আমি সব সময় বলে থাকি একটা সঠিক অসুবিধা কে খুঁজে পেলে সেই অসুবিধার সঠিক সমাধান বড় একটি ব্যবসার রূপ নিতে পারে।  এটাই সত্যি, বর্তমানে অনলাইনট্যাক্সি সার্ভিস আসার আগে মানুষ চাইলেই ট্যাক্সি বুক করতে পারতেন না, তারা রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি ওয়ালাকে অনুনয়-বিনয় করে ট্যাক্সি বুক করতো।  কিন্তু মার্কেটে ওলা, উবের  আসার পর কাস্টমারের এই সমস্যা মিটে গেছে। মোবাইলের এক ক্লিকেই ট্যাক্সি বুক করতে পারে এবং তার ইচ্ছামত জায়গায় সে সহজেই যেতে পারে। OYO আসার আগে আমরা কোথাও ঘুরতে গেলে আমাদের লোকাল টুরিস্টের মাধ্যমে দূরের হোটেল বুক করাতে হতো কিন্তু বর্তমানে OYO  এর মাধ্যমে আমরা যে কোন জায়গার হোটেল বুক করতে পারি। এবং সেগুলো সত্যিই দারুন হয়। এরকমই অসুবিধার সুবিধা একটি বড় ব্যবসা।এই প্রতিবেদনে আমরা প্রথমেই  একটি অসুবিধা কে খুঁজে বার করব এবং সেই অসুবিধার সঠিক সমাধানকে আমরা আলোচনা করব এবং  ব্যবসার মডেল বোঝার চেষ্টা করব।

আমরা প্রতিনিয়ত দেখে থাকি আমাদের আশপাশে  জন্মদিন ও বিয়ে বাড়ির জন্য হল রুম ভাড়া করা হয়।বিশেষ করে বিয়ের সিজনে বিয়ে বাড়ির জন্য হল ভাড়ার হিড়িক পরে যায়।   এই হল রুম কত সুন্দর হবে, কত লোকের ক্যাপাসিটি হবে এগুলো জানার জন্য আমাদের রীতিমতো ঘুরে ঘুরে হয়রানি হতে হয়। কোথাও হয়তো অত্যাধিক দামের জন্য আপনি নিতে পারেন না অথবা আপনার অনুষ্ঠানের মানুষের ক্যাপাসিটি অনুযায়ী জায়গা হয় না। অনেক সময় সঠিক হল রুমের সন্ধান না থাকার দরুন আপনার মনঃপুত জায়গা আপনি পেয়ে থাকেন না।

আজকের এই ব্যস্ত জীবনে অনেকেই চাইনা যে প্রত্যেকটা হল নিজে গিয়ে ভিজিট করতে কারণ এতে টাকা ও সময় দুটিই নষ্ট হয়।

এছাড়াও মার্কেটে যেসকল হল আমরা পেয়ে থাকি তাদের সঙ্গে ডেকোরেটার্স ও ক্যাটারারের  সঙ্গে সেটআপ থাকে। হলের সঙ্গে সেই সকল ডেকোরেটর এবং ক্যাটারারকে আপনাকে নিতে হয় যারা হলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। এতে করে আমাদের অনেক খরচ বেড়ে যায়, কারণ এখানে আপনার বার্গারিং করার খুব একটা জায়গা থাকে না । অনেকেই চায় নিজস্ব মহারাজ বা রাঁধুনি দিয়ে রান্না করে তার অতিথিদের খাওয়ার জন্য কারণ কিছু কিছু রাধুনী আমাদের পার্সোনাল পছন্দের হয়ে থাকে, যাদের হাতের রান্না আমরা সত্যিই পছন্দ করি কিন্তু এক্ষেত্রে সেটি হয়ে ওঠে না। এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখন আমরা নিজেরাই ঘুরে ঘুরে হলের  সন্ধান করি।এই সমস্যার সমাধান একটি দারুণ ব্যবসা।

এবার চলুন আমরা এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এবং কিভাবে একটা দারুণ ব্যবসার রূপ দেওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করি।

আপনাকে প্রথমেই এমন একটি পেলাটফর্ম তৈরী করতে হবে যেখানে সকল হলের সন্ধান থাকবে এবং হলের ফটো থেকে সুরু করে সকল ইনফরমেশন থাকবে। যারা হলের সন্ধান করছে তারা আপনার পেলাটফ্রমে আসলে তার প্রয়জনীয় সকল তথ্য পেয়ে যাবে এখন থেকেই। এতে কাস্টমারকে আর রাস্তায় ঘুরে ঘুরে হলের সকল সন্ধান নিতে হবেনা। যেহেতু সকল হলের সন্ধান সে একটি পেলাটফর্মে পেয়ে যাচ্ছে সেহেতু তার টাকা ও সময় দুটিই সাশ্রয় হবে।

 


কিভাবে শুরু করবেন ও  ব্যবসা করবেন ?

প্রথমে আপনাকে নিজস্ব একটি প্ল্যাটফর্ম ডেভলপ করতে হবে, সেটি মোবাইল অ্যাপ্লিকেশন বা  ওয়েবসাইট হতে পারে। এই ওয়েবসাইটে আপনাকে বিভিন্ন হলের মালিকের সঙ্গে কন্টাক করে তাদেরকে লিস্টিং করাতে হবে এবং সেই সকল হলের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রুমের এবং ফাঁকা জায়গার এর ফটো তুলে আপনার সাইডে রেট চার্ট  সমেত আপলোড  করতে হবে। প্রয়জনে জায়গার লোকেশন, কতটা জায়গা আছে তার ডিটেইল, ফটো ভিডিও আপনি আপনার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে আপলোড করতে পারেন, এতে  কাস্টমার হলে ভিজিট না করেই আপনার মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে  হলের লোকেশন থেকে ডেকোরেশন থেকে সমস্ত কিছু যেমন নিয়ম-কানুন, কটা পর্যন্ত হল খোলা রাখা যাবে, এক্সট্রা  কি কি ফেসিলিটিজ আছে, কত লোকের ক্যাপাসিটি আছে ইত্যাদির সমস্ত কিছু সন্ধান তারা পেয়ে যাবে। টোটাল রেট চার্ট দিয়ে আপনি আপনার সাইডে আপলোড করে দিতে পারেন।। যদি ঐ  হলগুলোর সঙ্গে কোন ক্যাটারার বা ডেকোরেটরের সঙ্গে টাইপ থাকে সেগুলো আপনি আপনার সাইডে আপলোড করতে পারেন। যতটা ইনফরমেশন দেওয়া যায় সেই ইনফরমেশন দিয়ে আপনাকে আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে, যাতে কাস্টমার মোবাইল অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইট ভিজিট করে হল  সম্পর্কে সম্পূর্ণ ধারণা করতে পারে। এই ভাবেই আপনাকে শুরু করতে হবে।

কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করে সেই সকল হল মালিকের সঙ্গে কথা বলে নিতে পারবে, তাদের ক্যাটারার, ডেকোরেটার্স দের সঙ্গেও কথা বলে নিতে পারবে। এতে  কাস্টমারের অনেক সময় ও অর্থ সাশ্রয় হবে এবং তাদের নিজস্ব কোন ডেকোরেশন বা রান্নার কোন তালিকা থাকলে সেগুলো তারা আলোচনা করতে পারবে। তাদের নিজস্ব কোন ক্যাটারার বা রেকর্ডার দিয়ে কাজ করাতে পারে কিনা এই সমস্তই সুবিধা অসুবিধা সম্পর্কে  কাস্টমার আপনার ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকেই সম্পূর্ণ করতে পারবে। এতে কাস্টমারের প্রচুর সময় এবং অর্থ সাশ্রয় হবে।

এবার আপনি ভাবছেন যে এই ব্যবসায় কিভাবে  আপনি অর্থ লাভ করবেন?

আপনি এখানে দু'রকমের ওয়েবসাইট বা মোবাইল এপ্লিকেশন তৈরি করতে পারেন,

প্রথমত : একটি খুব সাধারণ একটি এপ্লিকেশন বা ব্লগের মতো পেজ যা তৈরি করতে খুব একটা খরচা হয় না, যেখানে কাস্টমার সমস্ত হলের, ক্যাটারার এর ডেকোরেটার্সের ইনফরমেশন পেয়ে যাবে এবং ডাইরেক্ট তাদের সঙ্গে কথা বলতে পারবে।এক্ষেত্রে আপনি সাধারন একটি ব্লগে যেভাবে ইনকাম করা যায় সেই ভাবেই আপনিও  ইনকাম করতে পারবেন।

দ্বিতীয়ত :  আপনি আপনার ওয়েবসাইট বা অ্যাপের  মাধ্যমে হলের বুকিং নিতে পারেন। এক্ষেত্রে হল মালিকগুলির সঙ্গে আপনাকে চুক্তিবদ্ধ হতে হবে এবং আপনার অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কোন হল যদি বুক করা হয় তাহলে আপনি ডাইরেক্ট একটি কমিশন রাখতে পারেন। কিরকম কমিশন আপনি রাখতে পারেন? আপনি হল মালিক গুলি সঙ্গে চুক্তি করতে পারেন যে প্রতি  বুকিং এ আপনি ১০% থেকে 1৫% পর্যন্ত কমিশন রাখবেন অর্থাৎ যদি একটি কাস্টমার এক লাখ টাকা দিয়ে বুক করে তাহলে আপনি ডাইরেক্ট ১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

এছাড়াও প্রচুর কাস্টমার পাওয়ার জন্য আপনি নিজস্ব কিছু অফার দিতে পারেন। যেমন আপনার অ্যাপ্লিকেশন ইউজ করে যদি কোন কাস্টমার হল বুক করে তাহলে আপনি তাদেরকে ক্যাশব্যাক ফেসিলিটিজ দিতে পারেন। যেমন মনে করুন আপনি প্রতি বুকিং এ পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক দিতে চান। তাহলে কোন কাস্টমার যদি ডাইরেক্ট হলের  মালিকের সঙ্গে যোগাযোগ করে হল বুক করে তাহলে তাকে এক লাখ টাকা দিতে হবে। কিন্তু  আপনার ওয়েবসাইট থেকে বুক করলে সে ক্যাশব্যাক পাবে তাই যদি সে আপনার ওয়েবসাইট থেকে হল বুক করে তাহলে তাকে 95000 টাকা  দিতে হবে। এতে কাস্টমারের ৫০০০ টাকা ডাইরেক্ট সাশ্রয় হয়ে যাবে। এই ধরনের অফার বা ফেসিলিটিজ দিলে আপনি খুব তাড়াতাড়ি আরো বেশি কাস্টমার পেতে সক্ষম হবেন এবং মার্কেটের প্রচারও আপনার অনেক বেড়ে যাবে।

এটি একটি দারুণ ব্যবসার আইডিয়া যা বর্তমানে প্রায় কেউ করছেনা বললেই চলে বা যারা করছে তারা এত ছোট লেভেলে করছে যে অনেকেই এই ব্যবসা সম্পর্কে জানেনইনা।  আপনি নিজেই শুরু করে দিতে পারেন এরকম একটি ব্যবসা, যেখানে কম ইনভেস্টমেন্ট করে একটি দারুণ লাভজনক ব্যবসা আপনি তৈরি করতে সক্ষম হবেন।

আরো পড়ুন -

মাদার ডেয়ারির ফ্র্যাঞ্চাজি

ডোমিনোজ পিৎজার ফ্রাঞ্চাইজি

পাঁচটি হোলসেল ব্যবসা

সম্পূর্ণ নতুন একটি ব্যবসা

চা বিক্রি একটি কোটি টাকার ব্যবসা।

 আজকের প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ব্লগ  পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।

money,business opportunity,opportunity,business insider,business plan,business ideas,

small business ideas,small business,starting a business,business proposal, Business tubelight, Business tubelight bangla ]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন