বাড়ির ছাদের উপর করা যায় এমন কিছু ব্যবসা নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনার কাছে যদি বাড়ির ছাদে যৎসামান্য জায়গা থাকে সেই জায়গাকে ব্যবহার করে বাড়ির ছাদে শুরু করতে পারেন দারুন কিছু ব্যবসা। আজ আমরা এই ব্লগে তেমনি কিছু ব্যবসার সন্ধান আপনাকে দেব। এগুলি অল্প পুজিতে এবং অল্প জায়গায় করা যায় এমন কিছু লাভজনক ব্যবসার আইডিয়া হবে। যদি দক্ষতার সঙ্গে এই ব্যবসা গুলো করতে পারেন তাহলে যথেষ্ট লাভের মুখ দেখবেন। অনেকের কাছেই বাড়ির ছাদ প্রায় কোন কাজেই লাগে না কিন্তু অনেকেই চায় সেই ছাদকে ব্যবহার করে কিছু অর্থ উপার্জনের রাস্তা বার করার। আজকের ব্লগে তেমনি পাঁচটি দারুন ব্যবসার আইডিয়া আমি দিলাম।
১) কড়কনাথ মুরগির ফার্ম:
বাড়ির পড়েথাকা ছাদকে ব্যবসার জন্য ব্যবহার করতে চাইলে আপনি করোকনাথ মুরগির প্রতিপালন শুরু করুন। আপনি হয়ত দেখেই থাকবেন অনেকে ছাদে পাখির খাঁচা বানিয়ে পাখি পোষেন। আবার অনেকে নিজেদের জন্য দু একটি মুরগি প্রতিপালন করে থাকে। আপনি যেহেতু পড়েথাকা ছাদকে ব্যবসাতে লাগাতে চাইছেন তাই বলব শখের জন্য না করে ব্যবসার জন্য করোকনাথ মুরগির প্রতিপালন শুরু করুন।
সাধারণ
পোল্ট্রি চাষ আপনি ছাদেই করতে পারেন কিন্তু কড়কনাথ প্রজাতির মুরগির চাষ সাধারণ পোল্টির চাষের থেকে অনেক বেশি লাভজনক ব্যবসা। এই কড়কনাথ মুরগির
চাষ যৎসামান্য জায়গায় আপনার বাড়ির ছাদেই শুরু করতে পারেন। এক একটি মুরগির
বাচ্চার দাম পড়বে 70 থেকে 80 টাকা। এই মুরগি আপনি
বিক্রি করতে পারবেন 700 থেকে 900 টাকার মধ্যে এবং এর ডিমের চাহিদাও
প্রচুর। এক একটি ডিম
বাজারে বিক্রি হয় 30 থেকে 50 টাকা পর্যন্ত। আপনি আপনার বাড়ির ছাদ কে কড়কনাথ মুরগি
চাষের জন্য ব্যবহার করতে পারেন। বাড়ির ছাদে কড়কনাথ মুরগির প্রতিপালন খুব বেশি খরচা হয় না কিন্তু লাভ
অনেক বেশি।
২) রঙিন মাছের চাষ:
অনেকেই বাড়িতে একুরিয়াম-এ রঙিন মাছ পুষতে ভালো বসেন। আপনি আপনার পরেথাকা যৎসামান্য ছাদে এই রঙিন মাছের চাষ শুরু করতে পারেন। তার সাথে একুরিয়ামেরে অন্যান্য সরঞ্জাম এখন থেকে বিক্রি করতে পারেন। এমনকি ছাদের বাকি অংশে আপনি একুরিয়াম তৈরির কাজও করতে পারেন।আপনার বাড়ির ছাদে ছোট ছোট চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ করতে শুরু করুন । বর্তমানে প্রচুর মানুষ বাড়িতে অ্যাকোরিয়াম করে মাছ পুষতে উৎসাহী। এই ছোট ছোট মাছের চাহিদা প্রচুর এবং কিছু কাছ যত বড় হবে তার দামও বাড়তে থাকে। আপনি আপনার বাড়ির ছাদে এই মাছের বাচ্চার প্রতিপালন করে বিক্রি করতে পারেন এবং পাশাপাশি মাছের জন্য দরকারি সামগ্রী যেমন মাছের খাবার, একুরিয়াম, একুরিয়াম সাজাবার সামগ্রী ইত্যাদি বিক্রি করতে পারেন।
যখন আপনার লোকালয়ের মানুষ জানবে যে আপনি রঙিন মাছ এবং একুরিয়ামের সামগ্রী বিক্রি করেন তখন আপনার পরিচিতি অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও অনলাইনে মার্কেটিং করতে পারেন ,ছোট ছোট ভিডিও করে ছাড়তে পারেন যে আপনি কি কি ধরণের মাছের প্রতিপালন করছেন আর তার দাম কি ,নিচে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন। একবার পরিচিতি বেড়ে গেলে আপনার ব্যবসা রমরমা চলবে।
৩) গাছের চারা বিক্রি করার ব্যবসা:
বাড়ির ছাদে আমরা সবাই সাধারণত ফুল গাছ লাগিয়ে থাকি। আবার অনেকেই নিজের শখের জন্য ছোট খাট বাগান বানিয়ে থাকেন। কিন্তু তারা জানেনা যে তাদের বাড়ির ছাদ এবং তার শখ মিলিয়ে কিদারুন একটা ব্যবসা চালু করা যায়।
আপনার বাড়ির ছাদ কে ব্যবহার করে দামি কম দামি গাছের চারা বিক্রি করার ব্যবসা শুরু করতে পারেন যেমন ঘর সাজাবার জন্য যে সকল গাছ মানুষ পছন্দ করেন তেমন গাছ। ক্যাকটাস, অ্যালোভেরা, পাতা বাহারি ইত্যাদি গাছের প্রতিপালন করে তাদের চারা আপনি বিক্রি করতে পারেন। এই গাছের চারা বিক্রি আপনি অনলাইন অফলাইন দুই স্থানে করতে পারেন। যদি ঠিকমতো এই ব্যবসা আপনি করতে পারেন এই ব্যবসা থেকে যথেষ্ট লাভের মুখ দেখার সম্ভাবনা আছে।এছাড়াও গাছ প্রতিপালনের জন্য যেসকল বস্তু লাগে তও বিক্রি করতে পারেন।আপনার কালেকশানে ভালো ভালো নামি দামী গাছের কালেকশান রাখবেন।
প্রথম থেকেই ভালোভাবে প্রচার চালাতে হবে। অনলাইন অফলাইন দুদিক থেকে প্রচারপর চালাতে হবে। এ বেপারে আপনার পরিচিত বেড়ে গেলে ঘরে বসেই ব্যবসা সামলাতে পারবেন। দারুন একটি ব্যবসার আইডিয়া।
৪) ফুলের ব্যবসা:
ফুল কে না ভালোবাসে। আমরা সবাই ফুলদিয়ে বাড়ি সাজাতে ভালো বাসি। কিছু কিছু সৌখিন মানুষ আছেন যারা কিছু নামী দামি অর্কিড, টিউলিপ,গোলাপ দিয়ে ফুলদানী সাজাতে ভালো বসেন।
আপনার বাড়ির ছাদ কে ব্যবহার করে আপনি একটি সুন্দর ফুলের ব্যবসা শুরু করতে পারেন। যদি আপনি আপনার বাড়ির ছাদে দামি কিছু ফুল গাছ চাষ করতে পারেন তাহলে এই ব্যবসা আপনি দ্রুত অনেক বেশি লাভ করতে পারবেন। গোলাপ, টিউলিপ, অর্কিড ইত্যাদি ধরনের ফুল যদি আপনি চাষ করে বাজারে বিক্রি করতে পারেন তাহলে এখান থেকে দারুন একটি ইনকাম তৈরি হতে পারে।কোথাথেকে গাছের চারা পাওয়া যাবে কিভাবে চাষ করতে হবে না জানলে অনলাইনে একটু রিসার্চ করে নিন পেয়ে যাবেন। প্রথম দিকে একটু খরচা হলেও লাভের অংক অনেক বেশি। শুরু করতে পারেন এই ব্যবসা।
৫) কোচিং সেন্টার:
মোবাইলের দ্বারা কিভাবে ইনকাম করাযায়।
সেকেন্ডহ্যান্ড মোবাইলের ব্যবসা।
অল্প ইনভেস্টমেন্ট ১০ লাভজনক ব্যবসা।
আশা
করবো আজকের এই ব্লগ টি
আপনাদের ভাল লেগেছে। যদি আপনার কাছে আপনার বাড়ির ছাদ অপ্রয়োজনীয়' হয়ে থাকে তাহলে উপরে উল্লেখিত যেকোনো লাভজনক ব্যবসা আপনি শুরু করে দিতে পারেন।
------------