অনলাইন ইনকামের ১০ টি ওয়েবসাইট





    আমাদের অনেকেরই মনে একবার না একবার এ প্রশ্ন উঁকি ঝুঁকি মেরেছে সত্যিকি অনলাইনে ইনকাম করা যায়, গেলেও কোথাথেকে কিভাবে অনলাইনে ইনকাম করা যায়। আমি বল্ব অনলাইনে ইনকাম করা যায়। জানতে হবে সঠিক উপায় এবং সঠিক সাইট যেখনথেকে কাজ করে টাকা উপার্জন করা যায় এবং লক্ষ লক্ষ মানুষ ইনকাম করছে। আমি আজ এই প্রতিবেদনে  এমনি ১০ টি সাইটের নাম জানাবো যারা বিস্বস্থ ও বহুদিন ধরে মার্কেটে আছেন এবং বহু সংখক মানুষ এই সব সাইট থেকে বিশাল পরিমানের অর্থ উপার্জন করছেন। এরকম আরনিং  সাইট অগুনতি আছে কিন্তু আমি আজ ১০ টি সাইট সম্পর্কে জানাবো । কোন সাইটে কোন কাজ করে ইনকাম করবেন সেটুকুই জানাবো বিস্তারিত অন্য  কোনো প্রতিবেদনে  আলোচনা করবো।

    অনলাইন ওয়েব সাইটের মাধ্যমে ইনকাম করতে গেলে প্রথমেই সঠিক ওয়েব সাইটের খোঁজ আমাদের চাই। এমন অনেক ওয়েব সাইট আছে যারা আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে কিন্তু পেমেন্ট দেবেনা। আবার এমন কিছু ওয়েব সাইট আছে সেখানে কাজ করে এতো কম পরিমানে ইনকাম হবে যে আপনার পকেট খরচা তার থেকে বেশি। সুতারং যে সকল সাইট সত্যি করে এবং ভালো পরিমানে পেমেন্ট বহু বছর ধরে দিচ্ছে সেরকম ১০ সাইটের খোঁজ আপনাদের জন্য নিয়ে এসেছি। এই সাইট গুলিতে ফ্রীতে আপনি সাইন আপ করে আর্নিং শুরু করতে পারেন। প্রতিবেদনটি পুরো পরার  অনুরোধ রইলো। আমাদের ব্লগটি ফলো করতে ভুলবেননা। 


    * Teespring:

    teespring আমেরিকান এ=ই-কমার্স সাইট। যারা  কাস্টম প্রডাক্ট সেল করে থাকে। এখানে সেল করার জন্য আপনার নিজস্ব কোনো প্রডাক্টের প্রয়জন নেই। এদের বিজনেস মডেলটি একটু অন্য রকম। এখানে আপনি সাইন আপ করে নিজস্ব ডিজাইন উপলোড করবেন। সেই ডিজাইনকে বিভিন্ন প্রডাক্টের উপর ভিজুয়ালি বসিয়ে তারা এড করবে। এই সাইটে প্রতিদিন প্রচুর কাস্টমার ভিজিট করে থাকে (নিচের ছবিটি দেখুন)। মনেকরুন আপনার ডিজাইন দিয়ে তৈরি টিশার্ট একজন বুক করলো। teespring সেই টিশার্ট মেনুফেকচার করে কাস্টমারের ঠিকানায় ডেলিভারি করে দেবে। যেহেতু আপনার ডিজাইন বিক্রি হয়েছে তাই আপনাকে একটি কমিশন দেওয়া হবে। 

    টিশপিরিং একটি দারুন সাইট যেখানে আপনি আপনার ডিজাইন বিক্রি করতে পারেন।  এই সাইটে আপনি সুদু আপনার তৈরী ডিজাইন আপলোড করবেন আর  টিশপিরিং সাইট সেই ডিজাইন তাদের সাইটে গেঞ্জি , কফি মগ, ব্যাগ ইত্যাদির উপরে বসিয়ে দেবে। এখানে আপনাকে কিছুই করতে হবেনা। কাস্টমার আপনার ডিজাইন পছন্দ করলে টিশপিরিংএর টিম প্রিন্ট করে ডেলিভারি করে দেবে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন।            সাইটির লিংক দিয়ে দিলাম :teespring.com


    *Etsy :

    Etsy একটি আমেরিকান ইকমার্স  কোম্পানি। Amazon এর মতন একটি  ইকমার্স  সাইট। Etsy-তে সম্পূর্ণ ফ্রীতে আপনি একটি দোকান খুলতে পারেন। প্রধানত Etsy চাই আপনার হাতের কাজ আপনি এখানে সেল করুন।অন্য কারো প্রডাক্ট এখানে সেল করলে চলবেনা। আপনি নিজে যা তৈরী করতে পারেন যেমন বই,হাতের কাজ,ড্রইং,টিশার্ট এরকম যা যা তৈরী করা যায়।  Etsy-থেকে আপনার কাছে একটি ভেরিফিকেশান কল আসবে। তারা জানার চেষ্টা করবে যে , যে পোডাক্ট গুলি আপনি বিক্রি করতে চাইছেন সে গুলি আপনার তৈরী কি না। একবার ভেরিফিকেশান পাস্ করে গেলে আপনি এখানে সেল করতে পারবেন। 



    Etsy একটি খুব বড়ো আমেরিকান ই-কমার্স সাইট। এই সাইটে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন কাস্টমার তাদের প্রডাক্ট কেনার জন্য ভিজিট করে থাকেন।  যেখানে আপনি আপনার তৈরি প্রডাক্ট বিক্রি করতে পারেন। এই সাইটটি অতি জনপ্রিয় এবং এখানে আপনি সম্পূর্ণ ফ্রীতে আপনার একাউন্ট খুলে আপনার ভার্চুয়াল দোকান ওপেন করতে পারেন। এখানে প্রডাক্ট বিক্রি করার একটি শর্ত হল প্রডাকটি আপনার নিজের তৈরী হতে হবে। এখানে আপনার হাতের কাজ সহজেই বিক্রি করতে পারেন। ইস্টি একটি বিশ্বস্ত ইকমার্স  কোম্পানি যারা সত্যি টাকা প্রদান করে থাকে।

    সাইটির লিংক : www.etsy.com

    *Studypool:

    ইস্টাডিপুল সাইটি থেকে ছাত্র ছাত্রীরা পুড়াশুনার জন্য ডকুমেন্ট ডাউনলোড করে থাকে। অনেক টিচাররা এই সাইটের সঙ্গে যুক্ত আছেন যারা প্রতিনিয়ত পরার নোট আপলোড করে থাকেন। খুব ভালো একটি সাইট যেখানে পড়াশুনার ডকুমেন্ট বা নোট আপলোড করে ইনকাম করতে পারেন।ইস্টাডিপুল প্রতিটি ডাউনলোড ১০ ডলার করে দিয়ে থাকেন। ইস্টাডিপুল বলে একজন তার পড়াশুনার নোট আপলোড করে এখন থেকে মাসে ৫০০০ ডলার ইনকাম করতে পারেন। এই সাইটে প্রতিদিন ২ থেকে  ২.৫ মিলিয়ন ভিজিটরস ভিজিট করেন। নিচের ছবিটি দেখুন। 



     ইস্টাডিপুল ছাত্র - ছাত্রী ও টিচার দের জন্য ইনকাম করার একটি বিস্বস্থ ও দারুন সাইট। এখানে আপনি আপনার পড়ার নোট উপলোড করে ইনকাম করতে পারেন। টিচাররা তাদের পড়াবার নোট উপলোড করে ইনকাম করতে পারেন। এক একটি নোট বিক্রি হয় ১০ ডলার করে। ইস্টাডিপুল সত্যি পেমেন্ট করে থাকে এবং দীর্ঘ দিন ধরে তাদের এই সাইট চলছে। প্রচুর মানুষ এখন থেকে ইনকাম করছে।

    সাইটির লিংক :www.studypool.com


    *Pngtree:


     আমরা প্রতিদিন কতনা ফটো ডাউনলোড করে থাকি ইন্টারনেট থেকে। কাউকে জন্ম দিনের শুভেচ্ছা জানাতে বা ভালোবাসা দেখতে। ইন্টারনেটে এরকম PNG ফরম্যাটে ফটো অনেক ক্রিয়েটারের প্রয়জন হয়ে থাকে। লক্ষ লক্ষ মানুষ এরকম PNG ফটো ডাউনলোড করে। Pngtree সাইটি আমাদের সুযোগ করে দিচ্ছে PNG ফটো আপলোড করে ইনকাম করার। প্রচুর ক্রিয়েটারের সঙ্গে Pngtree সাইটি কাজ করছে আর প্রচুর মানুষ এখন থেকে ফটো ডাউনলোড করছেন। এই সিটি আমাদের সুযোগ করে দিচ্ছে PNG ফরম্যাটের ফটো আপলোড করে ইনকাম করার। 



    এই সাইটিতেও পাচুর ভিজিটরস প্রতিদিন ভিজিট করেন। নিচের ছবিটি দেখে নিন । এটি একটি ট্রাস্টেড সাইট এখান থেকেও আপনি ইনকাম করতে পারেন।

    সাইটির লিংক :pngtree.com

    *Quora: 


    আপনি যদি লেখালেখি ভালো বসেন Quora-তে যুক্ত হতে পারেন। কোৱা একটি প্রশ্ন উত্তরের সাইট। গুগলে আমরা কোনো প্রশ্ন সার্চ করলে যেমন অন্যান্য সাইট থেকে উত্তর পেয়ে যাই Quora ও তেমনি একটি সাইট। এখানে বিভিন্ন মানুষ তাদের প্রশ্ন করে থাকেন এবং অনেকেই সেই প্রশ্নের উত্তর দেয়। Quora আমাদের ইনকামের জন্য একটি রাস্থা বের করেছে। Quora-তে  আপনি যে বিষয়ে জানেন সেবিষয়ে একটি মঞ্চ বানিয়ে ইনকাম করতে পারেন। Quora-তে প্রতিদিন ৬০০ মিলিয়নের বেশি মানুষ ভিজিট করে থাকে (নিচের ছবিটি দেখুন)।



     আপনার মঞ্চে Quora এড চালাবে এবং এড-এর একটা রেভিনিউ আপনি পাবেন।  Quora একটি বিশ্বস্ত সাইট যেখান থেকে আপনি ইনকাম করতে পারেন।  

    সাইটির লিংক :www.quora.com

    *knowmore:


    knowmore একটি PowerPoint Design মেকিং সাইট। knowmore এ সারা বিশ্বের ক্লাইন্টরা নিজেদের PowerPoint Design করাবার জন্য প্রজেক্ট জমা করেন।পরিবর্তে মোটা অংকের টাকা দিয়ে থাকে।   যারা PowerPoint Design-এর কাজ জানে তারা সেই প্রজেক্টটির কাজ করে ভালো আর্নিং করেন।  



    আপনি যদি পাওয়ার পয়েন্ট এর কাজ জানেন তাহলে আপনি এই সাইট থেকে মাসে ১ লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারবেন। এই সাইটে ফ্রীতে একাউন্ট খোলা যায় কিন্তু পাওয়ার পয়েন্ট এর একটা পরীক্ষাতে আপনাকে পাস্ করতে হবে। সারা বিশ্ব থেকে কাস্টমার তাদের PPT এর কাজ এই সাইটে জমা করে আর আপনাকে সেই কাজ করে দিতে হবে, তার জন্য আপনাকে অর্থ প্রদান করা হয়। বহুদিনের সাইট এবং পরিষ্কার পেইমেন্ট পদ্ধতি।

    সাইটির লিংক:knowmoreplatform.com/

    *Fiverr : 

    Fiverr  একটি ফ্রিলেন্স সাইট। যেখানেলক্ষ লক্ষ ক্লাইন্ট তাদের কাজ করার জন্য প্রফেশনাল মানুষদের খুঁজে থাকেন। আপনি যে কাজ জানেন যেমন ফটো এডিটিং,ওয়েবসাইট ডেভলপমেন্ট,IT ,ডিজাইন,ইত্যাদি নিয়ে আপনি একটি গিগ বানাতে পারেন। যাদের এ ধরণের কাজ এর লোক প্রয়জন তারা আপনা খুঁজে বের করবে এবং আপনি কাজ করে দিলে মোটা অংকের উপার্জন করতে সক্ষম হবেন। এই সাইটে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিজিট করেন(নিচের ছবিটি দেখুন)। 



    আপনি যেকাজ জানেন সে কাজ করে টাকা উপার্জন করতে পারেন। আপনাকে এখানে ফ্রীতে একটি একাউন্ট করার সুযোগ দেওয়া হয়। আপনি কি কি কাজ জানেন তার একটি বিবরণ দিয়ে পোস্ট করতে হবে। সারা বিশ্বের মানুষ নিজেদের কাজ অর্থের বদলে করিয়ে নেওয়ার জন্য এখানেই খোঁজ করেন। Fiverr একটি বিশ্বস্ত সাইট যা বহুদিন ধরে চলছে এবং বহু মানুষ এখানে কাজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন।

    সাইটির লিংক:www.fiverr.com/

    *Digistore24 : 

    Digistore24একটি জনপ্রিয় এফিলিয়েট মার্কেটিং প্লাটফর্ম।এখানে বিভিন্ন কোম্পানি ও মানুষ তাদের প্রডাক্ট লিস্ট করে থাকেন। ঐ প্রডাক্ট প্রচার করে বা মার্কেটিং করে আপনি উপার্জন শুরু করতে পারেন। নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন কি পরিমান মানুষ এখানে কাজ করছেন। 



     প্রতি সেলে আপনি একটি কমিশন পাবেন। অনেক মানুষ সুদু এফিলিয়ে মার্কেটিং করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন।


    Facebook page :

      Facebook খুবই পরিচিত ও পপুলার সাইট। Facebook pageএর মাধ্যমে আপনি ভিডিও বানিয়ে দারুন ইনকাম করতে পারেন এবং ফেসবুক একটি বহু পরিচিত ও বিশ্বস্ত সংস্থা হওয়ার দরুন তারা সত্যিকারের অর্থ প্রদান করে থাকে। মাথায় রাখবেন সাধারণ  Facebook একাউন্ট থেকে কিন্তু এই অর্থ পাওয়া যায়না। Facebook থেকে অর্থ উপার্জনের দুটি উপায় আছে এক Facebook page, দুই Facebook reel . তবে Facebook page থেকে আপনি ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন এবং  Facebook আপনাকে অর্থ প্রদান করবে, কত এড আপনার ভিডিওতে চলেছে তার উপরে ভিক্তি করে, তবে মাথায় রাখবেন Facebook থেকে ইনকাম করার কিছু শর্ত আছে। আপনার পেজ কে মনিটাইজ হতে হবে। 

     *Youtube :

     Youtube নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত  কারণ সারাদিনে এখান থেকে আমরা প্রচুর ভিডিও দেখে থাকি। আপনি চাইলে Youtube-এ একটি ফ্রীতে চ্যানেল খুলে ইনকাম শুরু করতে পারেন। Youtube যেহেতু google এর একটি অংশ সেহেতু অবিশ্বাসের কোনো জায়গা নেই বল্লেই চলে। আর পেইমেন্টও বিশ্বাসের সঙ্গে পাবেন।

    আমি আজ জানালাম  অনলাইন ইনকামের ১০ টি ওয়েবসাইট সম্পর্কে। এখানে সংক্ষেপে আলোচনা করলাম। পরের ব্লগ গুলিতে আমি চেষ্টা করবো প্রত্যেকটি সাইটকে নিয়ে বিস্তারিত লেখার। এখানে যে ১০ টি সাইট এর নাম লিখলাম প্রত্যেকটি সাইট খুবই ভালো ও বিশ্বস্ত। 

    আরো পরুন ;

    ৫ টি ছোট ব্যবসা যেকেউ শুরু করতে পারেন।

    ফেসবুক থেকে ইনকামের উপায়|

    সেকেন্ডহ্যান্ড মোবাইলের ব্যবসা।

    অল্প ইনভেস্টমেন্ট ১০ লাভজনক ব্যবসা।

    বিনা ইনভেস্টমেন্টে রিয়েল এস্টেট ব্যবসা|

    কে বলে অনলাইনে ইনকাম করা যায় না ? আপনি এগুলির মধ্যে যেকোনো বিষয় নিয়ে কাজ করতে পারে।যে বিষয়ে আপনি জানেননা সে বিষয়ে Youtube ভিডিও পেয়ে যাবেন। আগে ভালোকরে শিখে নিন তার পর শুরু করুন।  

    প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের ব্লগটি ফলো করতে ভুলবেননা। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। 










    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন