জামাকাপড়ের ব্যবসা কিভাবে শুরু করবেন ?



নতুন নতুন অনেক ব্যবসার আইডিয়া আমাদের মাথায় আসে বা আমরা অনেকেই খুঁজি এমন কিছু ব্যবসা যা আমরা করতে পারি। খুঁজতে গিয়ে আমরা অনেকেই কাপড়ের ব্যবসা করার কথা চিন্তা করে থাকি, কিন্তু আমরা জানি না কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করতে হয় এবং কাপড়ের ব্যবসা করতে গেলে কোন কোন দিকে বিশেষভাবে নজর রাখা উচিত এবং কোন কোন উপায়ে  কাপড়ের ব্যবসা করা যায়। আজকের প্রতিবেদনে আমরা কাপড়ের ব্যবসা কিভাবে করা যায় সেই বিষয়ে জানব।
জামাকারোরের ব্যবসা বা গার্মেন্টসের ব্যবসা একটি অতি লাভজনক ব্যবসা। কিন্তু মাথায় রাখবেন গার্মেন্টস ব্যবসার পরিধী অনেক বড়ো। আগে ঠিক করুন আপনি গার্মেন্টসের কোন সেক্টর নিয়ে ব্যবসা করতে চান। যেমন আপনি গার্মেন্টসের মেনুফেকচারিং ব্যবসা , হোলসেলারের ব্যবসা , সারপেলাস ব্যবসা , গার্মেন্টসের উচ্ছিস্ট অংশের ব্যবসা কোনটা করতে চান। আমি এখানে গার্মেন্টস ব্যবসা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। আপনি যে ব্যবসাই শুরু করতে চান সেটা সম্পর্কে আরো বিশদে জেনেনিয়ে বা অভিজ্ঞতা অর্জন করে শুরু করতে পারেন। 

প্রতিটি ব্যবসার আলাদা আলাদা মডেল হয়। এখানে আলোচিত প্রতিটি ব্যবসার মডেল আলাদা। তাই প্রতিটি ব্যবসা করার আগে সেই ব্যবসা সম্পর্কে ভালোকরে জেনেনিতে হবে ,পারলে আপনার এলাকায় এই ব্যবসা যারা করছে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন এবং ব্যবসাকে কাছ থেকে দেখুন। সরাসরি অভিজ্ঞতার থেকে বড়ো কিছু হয়না। 

    গার্মেন্টস হোলসেলার 

    প্রথমে আমরা গার্মেন্টস হোলসেলার ব্যবসাটি সম্পর্কে জানবো। এই ব্যবসাটি সম্পর্কে জানার আগেই এই ব্যবসার মডেলটা ভালো করে বুঝে নেওয়া উচিত। গার্মেন্টস হোলসেলার তারা যারা ম্যানুফ্যাকচারারের   কাছ থেকে গার্মেন্টস কিনে নিয়ে এসে  হোলসেলে বিক্রি করে থাকেন, আবার অনেক গার্মেন্টস ম্যানুফ্যাকচারার  হোলসেলার হয়ে থাকেন। অপরদিকে আপনি নিজেই অন্যকে দিয়ে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করিয়ে আপনি নিজে হোলসেলার হতে পারেন। এখানে একজন ম্যানুফ্যাকচারারের  কাছ থেকে একজন হোলসেলার অল্প দামে বা  খুবই কম দামে গার্মেন্টস কেনেন এবং তিনি রিটেলারের কাছে বিক্রি করেন, এটা একরকম B২B  বিজনেস অর্থাৎ "Business-to-Business" এখানে রিটেল কাস্টমার এর অংশীদারিত্ব নেই. । তাই প্রথমেই ঠিক করে নিন আপনি কিরকম গার্মেন্টস হোলসেলার হতে চান, যদি শুধুমাত্র অন্যদের কাছ থেকে বা ম্যানুফ্যাকচারার  কাছ থেকে গার্মেন্টস কিনে আপনি হোলসেল করতে চান তাহলে আপনাকে গার্মেন্টসের যে সেক্টরে কাজ করতে চাইছেন সেই সেক্টরের ম্যানুফ্যাকচারার খুঁজে বার করতে হবে এবং তাদেরকে অর্ডার দিয়ে প্রোডাক্ট তৈরি করাতে হবে এক্ষেত্রে কাপড় নিজে কিনে দিলেই অনেক সস্তায় হয় আবার অনেক ম্যানুফ্যাকচারার  কাপড় দিয়ে থাকেন। প্রোডাক্ট তৈরি হলে আপনি বিজনেসম্যান এর কাছে এটি বিক্রি করতে পারেন অর্থাৎ যারা রিটেল ব্যবসা করছে তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গিয়ে বিক্রি করবেন। 

    কম পুঁজি বা বেশী পুঁজি নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আপনাকে গার্মেন্ট মেনুফেকচারারের সঙ্গে সম্পর্ক করতে হবে। অর্থাৎ কম টাকাতে মাল তুলতে হবে। এবং সেগুলিকে দোকানদার পর্যন্ত পৌঁছাতে হবে।এছাড়াও ভারতের কোথাথেকে সস্তায় কাপড় পাওয়া যায় তার খোঁজ রাখতে হবে। যেমন শান্তিপুরের তাঁত ,হ্যান্ডলুম , সুরাটের সিল্ক ইত্যাদি। 

    গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিং  ব্যবসা 

    গার্মেন্টস ম্যানুফ্যাকচারার হিসাবে আপনি গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে পারেন। যদিও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ব্যবসা টি অনেক বড় মাপের হয়ে থাকে, আপনি ছোট করে ব্যবসা শুরু করতে পারেন, এক্ষেত্রে আপনাকে ম্যানুফ্যাকচারিং ইউনিট এ একটি  কাটিং মেশিন এবং সেলাই মেশিন লাগাতে হবে. উপযুক্ত কর্মচারীর যোগান রাখতে হবে এবং সস্তায় র-মেটেরিয়ালের ব্যবস্থা করতে হবে. গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ব্যবসা মডেল-  আপনি নিজে প্রথমে র-মেটেরিয়াল খুঁজে বের করে গার্মেন্টস তৈরি করবেন এবং সেটিকে হোলসেলার পর্যন্ত পৌঁছে দেবেন। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ব্যবসা একটি বড় রকম স্ট্যাটাস।

    এই ব্যবসাটি একটু বেশী টাকার ব্যবসা। কিন্তু তাতে চিন্তানেই। বর্তমানে সরকার এধরণের ব্যবসার জন্য লোনের ব্যবস্থা রেখেছে। প্রথমেই মেশিনারির সম্পর্কে বিশদে জেনেনিন। এবিষয়ে একটু আইডিয়া নিয়েনিন। এবার খোঁজ করুন কোথাথেকে সস্তাই কাপড় পাওয়া যায়। হাওড়ার মঙ্গল হট্ বা মেটিয়াব্রুজ গিয়ে খোঁজ খবর নিতে পারেন। বাংলা দেশের আর সুরাটের কাপড় ভালো হয় তাই এই সব অঞ্চলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। গার্মেন্টসের মেনুফেকচারিং ব্যবসা একটি অতি লাভজনক ব্যবসা। আপনি বিদেশের ক্লাইন্ট ধরতে পারেন।

    গার্মেন্টস সার্পেলাস ব্যবসা  

    গার্মেন্টস ম্যানুফ্যাকচারার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট বানিয়ে থাকে, কিন্তু অনেক সময় অতিরিক্ত কাপড় থেকে যায়া এবং ক্লায়েন্টের না নেওয়া প্রোডাক্টগুলো কোম্পানির ঘরে  জমা হতে থাকে, আবার অনেক সময় সামান্য রিজেক্টেড প্রোডাক্ট ক্লায়েন্ট নিতে চায় না এই ধরনের প্রোডাক্ট গুলো কে ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো খুবই কম দামে ছেড়ে দিতে চায়।  অন্যদিকে হোলসেলার প্রতিবছর যত বেশি প্রোডাক্ট গোডাউনে মজুদ করে সেই পরিমাণ প্রোডাক্ট সেল করতে সক্ষম হয় না এই ধরনের অতিরিক্ত প্রোডাক্ট ঘরে জমা হতে হতে একসময় অনেক বেশি জমা হয়ে যায়। এই ধরনের প্রডাক্ট কে সারপ্লাস আর্টিকেল বা  প্রোডাক্ট বলা হয়। এগুলোকে কিনে নিয়ে সামান্য ক্লিনিং এবং প্রেস করে নিতে পারলে দশগুণ বেশি ইনকাম করা যায়। 

    প্রচুর কোম্পানি তাদের পুরাতন কাপড়ের ষ্টক কমদামে বেরকরে দেয়। আবার কিছু কোম্পানি তাদের অল্প  রিজেক্টেড  গার্মেন্স সস্তায় ছেড়ে দেয় আপনার কাজ সেগুলিকে সস্তায় তুলে তাকে পুনরায় ঠিক করে বিক্রি করা। এধরণের সার্পেলাস কাপড় কিলো হিসাবে পাওয়া যায়। ২০ টাকা থেকে ৩০০ টাকা কিলোতে পেতে পারেন। দিল্লিতে এই সার্পেলাস প্রডাক্টের বিশাল বড়ো মার্কেট আছে এবং বাংলা দেশ থেকেও আপনি এইধরণের প্রডাক্ট পেতে পারেন।এই প্রডাক্ট পাওয়ার জন্য বিভিন্ন মেনুফেকচারিং হাউস ও বড়ো বড়ো হোলসেলারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ব্যবসা আপনি কম পুঁজিতে শুরু করতে পারেন কিন্তু লাভ অনেক অনেক বেশী। 

    গার্মেন্টসের উচ্ছিস্ট অংশের ব্যবসা 

    গার্মেন্টসের উচ্ছিষ্ট অংশ নিয়ে   দারুন একটি ব্যবসা শুরু করতে পারেন। ম্যানুফেকচারিং ইউনিট গুলিতে যে অতিরিক্ত কাপড়ের পিস্  পড়ে থাকে সেগুলিকে তারা বিক্রি করে দেয় খুবই কম দামে আর ঐ  উচ্ছিষ্ট অংশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয় যেমন সোফার গদি ,তোশক,বালিশ ,নানা রকমের দড়ি  ইত্যাদি অনেক কিছু। এই প্রোডাক্ট গুলি আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই পেতে পারেন এখান থেকে নামমাত্র দামে আপনি এগুলো কিনে নিয়ে একটি  দারুন স্টার্টআপ শুরু করতে পারেন।

    এই কাপড়ের উচ্ছিস্ট অংশের ব্যবসা একটি  লাভজনক ব্যবসা। কারণ কাপড়ের এই টুকরো অংশ গুলি বহুকাজে ব্যবসার হয়। সেখানে আপনি চার থেকে পাঁচ গুন্ বেশি দামে বিক্রি করতে পারবেন। 

    আরো পড়ুন 

    অনলাইনে সহজে টাকাউপার্জনের সঠিক উপায়।

    কম পুঁজিতে কিছু লাভজনক ব্যবসা।

    ভিডিও বানিয়ে প্রচুর ইনকাম করুন ।

    করোকনাথ মুরগির চাষ একটি অতি লাভজনক ব্যবসা

    ১০০ টাকা দিয়ে কিভাবে সফল ব্যবসা শুরু করবেন।

    কাপড় নিয়ে আরো বহু ব্যবসা আছে। একটি পোস্টে সব নিয়ে বিস্তারে আলোচনা করা  অসম্ভব। তাই এখানে শুধুমাত্র কিছু ধারণা দিলাম।  তবে আবার বলবো যে ব্যবসাই করতে যাবেন সে সম্পর্কে সঠিক ধারণা অর্জন করেই শুরু করুন। আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে ফলো করতে ভুলবেননা। কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। 


    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন