St xaviers College পাস কলকাতার দুই বন্ধু তিন লাখ বছরের প্যাকেজ ব্যাংকের জবের অফার ছেড়ে মাত্র 30 হাজার টাকা দিয়ে শুরু করে মোমোর ব্যবসা। প্রথমে যাদবপুরের ২০০ স্কয়ার ফিটের ছোট দোকান থেকে পড়ে স্পেন্সারের হাত ধরে ব্যবসার যাত্রা শুরু। আজ বছরের ৪৪০ কোটি রেভিনিউ জেনারেট করছে ওয়াও মোমো ।
আজকের ভিডিওতে আমরা জানবো wow momo ফ্রাঞ্চাইজি সম্পর্কে।
যদি আপনি মোমো পছন্দ করেন অথবা momo নিয়ে কোন ব্যবসা করার চিন্তা করছেন অথবা ভালো কোন কোম্পানির momo ফ্রেঞ্চাইজি নিতে চাইছেন। তাহলে আজকের ভিডিও আপনার জন্য।
চাইনিজ ফুড আজ ভারতে প্রত্যেকটা রাজ্যেই পছন্দ করে থাকে। যেমন চাওমিন, মাঞ্চুরিয়ান, মোমো ইত্যাদি। এরমধ্যে মোমো খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু এই মোমোর কথা যখনই আমাদের মাথায় আসে তখনই প্রথম একটা কোম্পানির নাম মাথায় আসে তাহলে wow momo
আজকের ভিডিওতে আমরা wow momo র ফ্রাঞ্চাইজি সম্পর্কে জানব।
১) কিভাবে আপনি ওয়াও মোমোর ফ্রাঞ্চাইজি নিতে পারবেন ।
২) নেওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে ।
৩) এই ফ্রাঞ্চাইজি নিতে কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে ।
৪) কিভাবে ফ্রাঞ্চাইজির জন্য এপ্লাই করতে হবে ।
৫) আর্নিং এবং প্রফিট মার্জিন কি হবে ।
প্রথমেই আমরা ওয়াও মোমো কোম্পানি সম্পর্কে জেনে নেব।
👉ওয়াও মোমো ইন্ডিয়ার কুইক সার্ভিস রেস্টুরেন্ট চেন,
👉এই কোম্পানির হেডকোয়ার্টার কলকাতার যাদবপুরে,
👉ওয়াও মোমো কম্পানি মোমো এবং ডাম্পলিংয়ের বেস্ট সেলার,
👉ভারতের ১৫টি সিটির মধ্যে টোটাল ৩০০ আউটলেট আছে,
👉ওয়াও মোমোর লাস্ট ইয়ার টোটাল টার্নওভার 440 কোটি,
Franchise requirement
যেকোনো বড় কোম্পানির ফ্রাঞ্চাইজি নিতে গেলে কোম্পানির তরফ থেকে কিছু রিকোয়ারমেন্ট থাকে। যেগুলো ফুলফিল্ড না করলে সেই ফ্রাঞ্চাইজির জন্য আবেদন খারিজ হয়ে যায়। তাই ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য কোম্পানির তরফ থেকে কি কি রিকোয়ারমেন্ট আছে তা সবার প্রথম জেনে নেওয়া উচিত।
১) প্রথমেই জানবো ল্যান্ড রিকোয়ারমেন্ট
ওয়াও মোমোর ফ্রাঞ্চাইজি বা একটা কাউন্টার চালাতে গেলে বেশ খানিকটা এরিয়ার প্রয়োজন পরে। তার কারণ তাদের ইকুপমেন্ট রাখার জায়গা এবং ওয়ার্কার যাতে কাজ করতে পারে এবং কাস্টমার যাতে সেখানে দাঁড়িয়ে অর্ডার করতে পারে এতটা এরিয়া দরকার হয়ে থেকে। ওয়াও মোমোর ফ্রাঞ্চাইজির জন্য ২৫০ থেকে ৩০০ স্কয়ার ফিটের মিনিমাম জায়গার রিকোয়ারমেন্ট আছে।
২) স্টাফ রিকোয়ারমেন্ট
একটা ওয়াও মোমোর ফ্রাঞ্চাইজি চালাতে গেলে কতজন মিনিমাম স্টাফ লাগবে সে বিষয়ে জেনে নেওয়া দরকার। সাধারণত দুজন থেকে পাঁচজন এমপ্লয়ি একটা কাউন্টার চালাবার জন্য প্রয়োজন। প্রয়জনে কর্মচারী বাড়াতে পারেন।
৩) Investment
যেকোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট খুবই প্রয়োজনীয় একটি সাবজেক্ট তাই প্রথমেই জেনে নেওয়া উচিত এটি শুরু করতে গেলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আপনার লাগবে। কারণ এই ইনভেস্টমেন্টের উপরেই ডিপেন্ড করে যে আপনি এই ফ্রাঞ্চাইজি নিতে পারবেন কি পারবেন না। ওয়াও মোমোর ফ্রাঞ্চাইজি নিতে গেলে মোটামুটি ১০ থেকে ১৫ লাখ টাকা ইনভেসমেন্ট এর প্রয়োজন আছে। ১০ থেকে ১৫ লাখ টাকা ইনভেসমেন্ট এর মধ্যে আপনি আপনার ওয়াও মোমোর একটি কাউন্টার বা ফ্রাঞ্চাইজি খুব সুন্দরভাবে চালাতে সক্ষম হবেন।
৪) Earning and profit margin
যে কোন ফ্রাঞ্চাইজির প্রফিট মার্জিন এটাই নির্ভর করে আপনি ফ্রাঞ্চাইজি নিতে কতটা উৎসাহী। অপরদিকে প্রফিট মার্জিন দেখেই আমরা বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করে থাকি। ওয়াও মোমো যেহেতু ভারতের একটি বিখ্যাত মোমো প্রতিষ্ঠান তাই এখান থেকে প্রফিট খুব ভালো পরিমাণের আপনি করতে পারবেন। ওয়াও মোমোর ফ্রাঞ্চাইজি নিয়ে আপনি মিনিমাম 40% প্রফিট পেতে পারেন। ভালো একটা লোকেশানে যদি আপনার কাউন্টার বা ব্রাঞ্চাইজি থাকে তাহলে মোটামুটি ভাবে ধরে নিতে পারেন ৮ থেকে ১০ মাসের মধ্যে আপনি আপনার ইনভেস্টমেন্ট তুলে নিতে পারবেন
কিভাবে ফ্রাঞ্চাইজি জন্য এপ্লাই করবেন ?
ওয়াও মোমোর ফ্রাঞ্চাইজির জন্য আপনি অফলাইন এবং অনলাইন দুই ভাবেই এপ্লাই করতে পারেন। অনলাইন এপ্লাই করার জন্য আপনাকে যেতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www. momo.co.in এই সাইটে ভিজিট করে আপনাকে প্রথমেই এপ্লিকেশন ফর্ম খুঁজে বার করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সুন্দরভাবে পূর্ণ করে অর্থাৎ আপনার কোম্পানি সম্পর্কে এবং আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে পূর্ণ করে তাদেরকে পাঠিয়ে দিতে হবে সেই ফর্মকে রিভিউ করে আপনার সঙ্গে কন্টাক করে নেবে। আপনি যদি সিলেক্ট হন তারা আপনাকে ট্রেনিং দিয়ে তারপর আপনার ফ্রাঞ্চাইজি ওপেন করতে সুযোগ করে দেবে।
অফলাইন এপ্লাই করার জন্য আপনাকে পার্সোনালি কোম্পানির হেড অফিসের সঙ্গে কন্টাক্ট করতে হবে। আমি নিচে কোম্পানির হেড অফিসের অ্যাড্রেস দিয়ে দিলাম -
Address: 5th Floor, 781, Eastern Metropolitan Bypass, Sector C, East Kolkata Twp, Kolkata, West Bengal 700107
ওয়াও মোমো ভারতের বিখ্যাত একটি মোমো এবং ডাম্পলিং চেইন , ২০০৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক অ্যাওয়ার্ড তারা জিতে নিয়েছে, ব্যবসার ক্ষেত্রে তারা আজ আকাশ ছুঁতে সক্ষম হয়েছে।
আশা করি আজকের প্রতিবেদন থেকে আপনারা বুঝতে পেরেছেন ওয়াও মোমোর ফ্রেঞ্চাইজি নিতে গেলে কি কি করতে হবে. যেহেতু ওয়াও মোমো একটি বিখ্যাত রেস্টুরেন্ট চেন, আপনারা যারা রেস্টুরেন্ট ব্যবসা সঙ্গে যুক্ত হতে চান তারা অবশ্যই ওয়াও মোমোর ফ্যাঞ্চাজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, কারণ বিখ্যাত কোন কোম্পানির সঙ্গে ব্যবসা করার এটাই সুবিধা যে মার্কেটিং এর জন্য আপনাকে আলাদা ভাবে খরচ বা খাটনি কোনোটাই লাগেনা। যেহেতু আগে থেকেই তারা প্রচারের মুখে থাকে তাই আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই প্রফিটেরও সম্ভাবনা অনেক বেশি থাকে।
আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আজকের প্রতিবেদনটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমাদের ফলো করুন ভবিষ্যতে এরকম আরো ভালো ভালো প্রতিবেদন পাওয়ার জন্য।
