কম ইনভেস্টমেন্টে মাদার ডেয়ারির ফ্র্যাঞ্চাজি নিয়ে ব্যবসা শুরু করুন ।

বড় বড় কোম্পানির ফ্রেঞ্চাইজি  নিয়ে আমরা অনেকেই ব্যবসা করতে চাই, কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায় যে  বড় কোনো  কোম্পানির ফ্রাঞ্চাইজি নিতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট এর প্রয়োজন হয়। আজ আমি আপনাদের জন্য  এমন একটি কোম্পানির সন্ধান নিয়ে এসেছি যেটি অত্যাধিক নামকরা ও প্রসিদ্ধ একটি কোম্পানি এবং এর ফ্যাঞ্চাইজির  জন্য অনেক কম ইনভেস্টমেন্ট-এর প্রয়োজন। মাত্র ২৫ হাজার টাকা  ইনভেস্ট করে আপনি এই কোম্পানির ফ্রাঞ্চাইজি   নিতে পারেন। মাত্র ২৫ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে আপনি মাদারডিয়ারি কোম্পানির ফ্রাঞ্চাইজি নিতে পারেন এবং এই ২৫ হাজার টাকা ফেরতযোগ্য টাকা হিসেবে গণ্য হবে।

মাদার ডেয়ারি আমাদের দেশের একটি নামকরা প্রসিদ্ধ এবং বিশ্বস্ত কোম্পানী। মাদার ডেয়ারির নাম শোনেনি  এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আমরা সকলেই জানি মাদার ডেয়ারির  সাধারণত ডেয়ারি  প্রডাক্টের  ওপর ব্যবসা করে থাকে। যেমন দুধ, দই, পনির ইত্যাদি। মাদারডিয়ারি কোম্পানি আপনাকে সুযোগ করে দিচ্ছে তাদের ফ্র্যাঞ্চাজি নিয়ে আপনিও স্বনির্ভর হয়ে উঠুন এবং প্রচুর ইনকাম করুন। একদম কম টাকা ইনভেস্ট করে।

আজকের এই প্রতিবেদনে আমরা জানবো মাদার ডেয়ারির ফ্রাঞ্চাইজি বিজনেস কেমন, এখানে ইনভেস্টমেন্ট কত আছে, প্রফিট মার্জিন কতটা ও   কি কি ইকুইপমেন্টের দরকার পড়বে, কতটা জায়গার দরকার পড়বে এই সকল বিষয়ে।



    মাদার ডেয়ারি কোম্পানি শুরু হয়েছিল ১৯৭৪ সালে। এই কোম্পানির পুরো নাম Mother dairy foods and vegetable private limited. আমরা সকলেই জানি মাদার ডেয়ারি -ডিয়ারি প্রোডাক্টের উপর ব্যবসা করে থাকে। যেমন দুধ, দই, লস্যি  ইত্যাদি প্রডাক্টের  উপর। এছাড়াও অন্যান্য সেগমেন্টেও ব্যবসা করে থাকে। যেমন  তেল, ফ্রোজেন ফুড, আইসক্রিম ইত্যাদি।যদি আপনি মাদারডেয়ারী কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে তাদের একটি ফ্রাঞ্চাইজি নেন তাহলে আপনি মাদার ডেয়ারির  নামে নিজস্ব একটি আউটলেট ওপেন করতে পারবেন। এবং ঐ আউটলেটের  মধ্যে আপনি সেই সমস্ত সকল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন যা মাদার ডেয়ারি নিজে ব্যবসা করে থাকে| যেমন আপনি তাদের সকল ডেয়ারি প্রোডাক্ট এর সঙ্গে আইসক্রিম ও বিক্রি করতে পারবেন ও ফ্রোজেন  ফুড ও  বিক্রি করতে পারবেন অর্থাৎ এক ছাদের তলায় মাদার ডেয়ারির সমস্ত প্রোডাক্ট পাওয়া যাবে। এতে কাস্টমারের আকর্ষণ অনেকটাই বেড়ে যায়, কারণ পাড়ার দোকানে মাদার ডেয়ারির প্রোডাক্ট পাওয়া গেলেও একটি দোকানে সকল প্রোডাক্ট পাওয়া যায় না। কোনো দোকানদার দুধ,দই, পনির রাখলেও অনেকেই আইসক্রিম রাখে না আবার অনেকে আইসক্রিম রাখলেও ফ্রোজেন ফুড রাখেনা কিন্তু আপনি মাদার ডেয়ারি ফ্রাঞ্চাইজি নিয়ে ব্যবসা করলে এই সকল জিনিস রাখতে পারবেন। এবং পাড়ার দোকানদারের থেকে অনেক বেশি প্রফিট করতে পারবেন।

    মাদারডেয়ারির ফ্যাঞ্চাইজি  নিতে গেলে কি কি জিনিসের প্রয়োজন ?

    মাদার ডেয়ারি কোম্পানী  চায় আমাদের দেশের  বেশিরভাগ মানুষ স্বনির্ভর হউক, তাই  মাদার ডেয়ারি কম  ইনভেস্টমেন্টে ফ্রাঞ্চাইজি ওপেন করার সুযোগ সকলের জন্য করে দিচ্ছে। আপনি যে কোন জায়গায় এই মাদারডেয়ারির   ফ্যাঞ্চাইজি বা আউটলেট   খুলতে পারেন। শহরের মধ্যে অথবা গ্রাম্য অঞ্চল অথবা আরবান অঞ্চলে আপনি এই মাদারডিয়ারির ফ্রাঞ্চাইজি  ওপেন করতে পারেন।

     

    মাদার ডেয়ারির  আউটলেট ওপেন করতে গেলে কতটা জায়গার প্রয়োজন?

    একটি মাদার ডেয়ারি আউটলেট ওপেন করতে গেলে কম করে ১৫০ স্কয়ার ফিট জায়গার প্রয়োজন, যাতে সমস্ত প্রোডাক্ট আপনি সুন্দরভাবে রাখতে পারেন এবং ফ্রিজার রাখার যথেষ্ট জায়গা থাকে এবং আপনার এমপ্লয়িরা যাতে দাঁড়িয়ে কাজ করতে পারে তার জন্য সুবিধা জনক জায়গা লাগবে। তাই মোটামুটি ১৫০ স্কয়ার ফিট  জায়গা কম করে প্রয়োজন। এর থেকে বেশি হলে আরো ভালো হয়।

     

    মাদার ডেয়ারির ফ্যাঞ্চাইজি ওপেন করতে গেলে ইনভেস্টমেন্ট কত পড়বে?

    প্রথমেই বলে দিয়েছি একটি মাদার ডেয়ারি ফ্যাঞ্চাইজি বা ইউনিট খুলতে গেলে প্রথমেই আপনাকে পঁচিশ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে যা পরবর্তীকালে ফেরত যোগ্য। মাদার ডেয়ারির আউটলেট চালু করে ভালোভাবে ৬ মাস চালাবার পর আপনি যখন ফ্যাঞ্চাইজি ছেড়ে দিতে চাইবেন তখন আপনি আপনার সিকিউরিটি ডিপোজিট ফেরত পেয়ে যাবেন।   এছাড়া আউটলেট চালাতে কিছু বিশেষ ইকুইপমেন্ট লাগবে যেমন কুলার ফিরিজ , ডিপ ফিরিজ ,কমার্শিয়াল ফিরিজ ইত্যাদি। ইকুপমেন্ট গুলি কেনার জন্য আপনার একটি ভালো ইনভেসমেন্ট লাগবে। কারণ আইসক্রিম রাখার জন্য আপনার ফ্রিজার লাগবে এছাড়া ফ্রজেন ফুড রাখার জন্য আপনার কুলার লাগবে ও অন্যান্য জিনিস রাখার জন্য আপনার কুলার লাগবে। আপনি চাইলেই এগুলো নিজে বাইরে থেকে কিনে নিতে পারেন অথবা কোম্পানি থেকেও নিতে পারেন। কোম্পানি থেকে নিলে সে ক্ষেত্রে আপনি কিছু বিশেষ সুবিধা পাবেন যেমন  আপনাকে আলাদা ভাবে ব্র্যান্ডিং করতে হবেনা।  এগুলি কোম্পানির কাছ থেকে কিনলে আপনার খরচা পড়বে প্রায় আশি হাজার টাকার মত। কোম্পানির কাছ থেকে নিলে আপনার ব্রাইন্ডিং এর জন্য কোন খরচা হবে না, যদি আপনি বাইরে থেকে নেন সে ক্ষেত্রে ব্র্যান্ডিংয়ের জন্য এক্সট্রা খরচা হয়ে যাবে। আর কোম্পানির কাছ থেকে যদি আপনি ইকুপমেন্ট গুলি কিনে নেন তাহলে যেহেতু কোম্পানি সেই ইকুপমেন্ট গুলির উপরে নিজস্ব ব্র্যান্ডিং করেছে তাই আপনাকে প্রতি ইকুইপমেন্ট-এর  জন্য ৫০০ টাকা করে প্রতি মাসে দেবে। এছাড়াও আপনার দোকানের ছোটখাটো কাজ যেমন রং করা, ফার্নিচার তৈরি করা ইত্যাদিতেও একটা খরচা  হবে সেটি আপনার হিসেবে খরচা করতে পারেন অথবা কোম্পানির ভেন্ডার দিয়ে আপনি এই কাজটি করিয়ে নিতে পারেন। কোম্পানিকে দিয়ে করালে  কোম্পানির ব্র্যান্ডিংও এর মাধ্যমে হয়ে যাবে। মোটামুটি সমস্ত হিসাব মিলিয়ে প্রায় দেড় লক্ষ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত আপনার খরচা পড়বে। এটি আপনার মূল ইনভেস্টমেন্ট এছাড়াও কিছু working capital আপনাকে রাখতে হবে, সবমিলিয়ে আপনার কাছে কম করে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে।


    যদি আপনি একটি মাদার ডেয়ারি ফ্রাঞ্চাইজি নিয়ে আউটলেট ওপেন করেন তাহলে সবথেকে বেশি বেনিফিট আপনি পাবেন ফ্রজেন ফুড এবং আইসক্রিমের ওপর। আপনি হয়তো ভাববেন আপনার আশেপাশে অনেকেই মাদার ডেয়ারি প্রোডাক্ট বিক্রি করছে কিন্তু আপনি যখন ফ্রাঞ্চাইজি নিয়ে মাদার ডেয়ারির আউটলেট চালাবেন তখন আশেপাশের লোকরা যে পরিমাণ কমিশন ইনকাম করে তার থেকে দু থেকে তিন শতাংশ বেশি ইনকাম আপনি করবেন কারণ আপনি মাদার ডেয়ারির একজন অথরাইজড ফ্রাঞ্চাইজি নিয়েছে। এছাড়াও প্রথম যখন আপনি ফ্র্যাঞ্চাইজি ওপেন করবেন আপনাকে বিশেষ কিছু ছাড় দেওয়া হবে যাতে আশেপাশের অঞ্চলের মানুষ জানতে পারে আপনার দোকান সম্পর্কে।

    মাদার ডেয়ারি আউটলেট ওপেন করলে আপনি কোন কোন দিক থেকে লাভবান হবেন?

    ১/ আপনি খুবই কম ইনভেস্টমেন্টে এদের ব্র্যান্ড নেম ইউজ করতে পারছেন। যেহেতু এটি ভারতের একটি প্রসিদ্ধ কোম্পানি এবং বহু মানুষ এই পণ্য ব্যবহার করে থাকে, তাই সহজেই কাস্টমার আপনি পেয়ে যাবেন এবং ভালো পরিমান একটি মুনাফা আপনি প্রতি মাসে অর্জন করতে সক্ষম হবেন।

    ২/ এই কোম্পানির আউটলেট ওপেন করলে কোম্পানির তরফ থেকে  প্রথম এক মাস বিশেষ ছাড় দিয়ে আপনার আশেপাশের অঞ্চলে প্রচার বাড়িয়ে দেবে যাতে কাস্টমার ওয়াকি বহল হয়ে যায় আপনার আউটলেট সম্পর্কে এবং আপনার কাস্টমার সংখ্যা যাতে অনেকটাই বেড়ে যায় অর্থাৎ প্রচারের জন্য আপনাকে কোনরকম চিন্তাভাবনা করতে হবে না।।

    ৩/মাদার ডেয়ারির প্রোডাক্টে আপনি অনেক বেশি প্রফিট মার্কিন ইনকাম করতে সমর্থ হবেন. আপনার আশেপাশের সমস্ত মুদিখানা দোকানে হয়তো মাদার ডেয়ারি প্রোডাক্ট পাওয়া যায়। তারা যে পরিমাণ প্রফিট  মারজিদ ইনকাম করবে তার থেকে 2% থেকে 3% বেশি আপনার ইনকাম হবে।

    ৪/মাদার ডেয়ারি কোম্পানির তরফ থেকে যত রকম অফার অথবা স্কিম চালু হবে তা সমস্ত কিছুই আপনার দোকানের থেকেও কাস্টমার নিতে পারবে। এক্ষেত্রে আপনার নিজস্ব কোন অফার তৈরি করার প্রয়োজন নেই কোম্পানির তরফ থেকেই তৈরি করা অফারে কাস্টমার আকৃষ্ট হয়ে আপনার দোকানে আসবে।

     

    মাদার ডেয়ারির আউটলেট ওপেন করলে কি পরিমান লাভ হতে পারে?

    মাদার ডেয়ারি কোম্পানি একটি অনেক বড় কোম্পানি এবং প্রচুর প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করে তাই এত বেশি প্রোডাক্টের প্রত্যেকটি প্রোডাক্টের আলাদা আলাদা প্রোফিট মার্জিন আছে।  যদি আপনি সকল প্রডাক্টের এক্সজাক্ট  মার্জিন সম্পর্কে জানতে চান সেটা আপনাকে কোম্পানির সঙ্গে কথা বলতে হবে। তবুও আমি এখানে একটা হিমস দিতে পারি সেটি হল মাদার ডেয়ারির কিছু কিছু প্রোডাক্টে আপনি ৩০% এর ওপরে প্রফিট  মার্জিন ইনকাম করতে সমর্থন হবে। যেমন আইসক্রিম, ফ্রজেন  ফুড ইত্যাদি। দুধ, দই,পনির  এই সকল প্রোডাক্ট এর ক্ষেত্রে প্রফিটমার্জিন একটু কম কিন্তু আইসক্রিম এবং ফ্রোজেন ফুড এর উপর অনেক বেশি পফিট মার্কিন আপনি ইনকাম করতে পারবেন।

     
    মাদার ডেয়ারি ফ্রাঞ্চাইজি বা আউটলেট এর জন্য আপনি
     কিভাবে এপ্লাই করবেন?

     

    মাদার ডেয়ারি পয়েন্ট ওপেন করতে গেলে তাদের  অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এদের ওয়েবসাইটের নামটি হল    "www.mother dairy.com"

    এই ওয়েব পেজটিতে এসে, একটু নিচের দিকে দেখবেন বিজনেস পার্টনার বলে একটি অপশন আছে। এই বিজনেস পার্টনার অপশনটিতে ক্লিক করে একটি কন্টাক্ট পেজে চলে যাবেন। এখানে আপনি  দেখতে পারবেন তাদের একটি কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এবং একটি ইমেইল আইডি ও পেয়ে যাবেন। এই নাম্বারে কল করে মাদার ডেয়ারি কোম্পানির প্রতিনিধিকে জানাতে হবে আপনি একটি ফ্রাঞ্চাইজি  ওপেন করতে চাইছেন। আপনার সমস্ত ডিটেলস দিয়ে তাদেরকে কনভেন্স করতে  হবে। তারা একটি কন্টাক্ট ফর্ম ফিলাপ করে মাদার ডেয়ারি কোম্পানির তরফ থেকে ফ্যাঞ্চাইজি  প্রদানের কাজ যারা করে তাদের কাছে পাঠিয়ে দেবে। এরপরে কোম্পানির তরফ থেকে আপনার কাছে ফোন আসবে এবং পরবর্তী পদক্ষেপগুলি আপনাকে তারাই বলে দেবে।

     

    তাহলে আপনারা বুঝতেই পারলেন মাদার ডেয়ারী ফ্যাঞ্চাইজি  নিতে গেলে আপনাকে কি করতে হবে, কিভাবে এপ্লাই করতে হবে, কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে এবং কত ইনভেস্টমেন্ট লাগবে।

    একটি বড় ব্রান্ডের ফ্রাঞ্চাইজি নিয়ে ব্যবসা করার ইচ্ছা অনেকেরই মনে থাকে কিন্তু কিভাবে করবে সে রাস্তা খুঁজে না পাওয়ার জন্য তারা অন্য কোন ব্যবসা করতে থাকে। তাই যদি আপনি চান মাদার ডেয়ারির মতো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে দারুন একটি ব্যবসা শুরু করবেন তাহলে আপনি অবশ্যই তাদের টোল ফ্রি নাম্বারে কল করুন এবং আপনার ইচ্ছাটা তাদেরকে জানান। তারাই আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে কিভাবে আপনাকে এগোতে হবে।

    আজকের প্রতিবেদনটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর কোন ধরনের ব্যবসা সম্পর্কে আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।  যদি প্রতিবেদনটা ভালো লাগে তো অবশ্যই আমাদের ব্লক পেজটিকে ফলো করে রাখুন এবং আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এটিকে ছড়িয়ে দিন যাতে তারাও এই ব্যবসা সম্পর্কে ওয়াকিবহল হতে পারে। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

    কিভাবে ডোমিনোজ পিৎজার ফ্রাঞ্চাইজি নেওয়া যায়।

    পাঁচটি হোলসেল ব্যবসার আইডিয়া।

    চাকরির পাশাপাশি করা যায় এমন পাঁচটি ব্যবসা।

    পড়াশুনার পাশাপাশি ৫ টি ব্যবসা।

    সম্পূর্ণ নতুন একটি ব্যবসা

    Topic:

    mother dairy franchise price, mother dairy distributorship, mother dairy franchise apply online, mother dairy franchise enquiry, mother dairy dealership kolkata, mother dairy franchise profit, mother dairy franchise contact number, mother dairy franchise cost in india

    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন