কিভাবে ডোমিনোজ পিৎজার ফ্রাঞ্চাইজি নেওয়া যায়।

 


আমরা অনেকেই বিদেশি কিছু বিখ্যাত ব্রান্ডের ফ্রাঞ্চাইজি নিতে চাই, কিন্তু সঠিক ইনফরমেশন নাথাকার দরুন আমরা নিতে পারিনা। আজ এই প্রতিবেদনে একটি ইটালিয়ান খাবার পিৎজার ফ্রাঞ্চাইজির সম্পর্কে জানবো। পিৎজা বলতেই আমাদের সকলের মুখে একটি নাম চলে আসে "Domino's pizza "। কিভাবে ডোমিনোজ পিৎজার ফ্যাঞ্চাইজি নিতে হয় সে সম্পর্কে আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো। পুরো প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল। ভালোলাগলে আমাদের ব্লগটি ফলো করতে ভুলবেননা।

এই প্রতিবেদনে  ডোমিনোজ পিৎজার ফ্রাঞ্চাইজি নিতে গেলে কি কি করণীয়, কত ইনভেস্টমেন্ট,কতটা জায়গার প্রয়জন,কিভাবে এপ্লাই করতে হয় এইসকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। (how to get Domino's pizza Franchise, Domino's Franchise Cost in India, Domino's Pizza Franchise Apply, domino's franchise india contact details, domino's franchise contact number etc)

ডোমিনোজ পিৎজার ফ্রাঞ্চাইজি নিতে গেলে প্রথমেই ডোমিনোজ পিৎজা কোম্পানী সম্পর্কে জেনেনেওয়া দরকার। 1960 সালে ডোমিনোজ কোম্পানীর চালু হয় USA তে অর্থাৎ আমেরিকাতে তাদের প্রথম আউটলেট খোলা হয়। ভারতে ২৫ বছর ধরে তারা ব্যবসা করছে। ভারতের প্রথম আউটলেট দিল্লীতে 1996 সালে  খোলা হয়েছিল।বর্তমানে ভারতের 130 টি শহরে ডোমিনোজের আউটলেট পাওয়া যায়.।2018 সালের ফেব্রুয়ারি মাসে ডোমিনোজ পৃথিবীর সব কোম্পানির  থেকে বেশি পিৎজা বিক্রি করেছিল। বর্তমানে বাজারে যত পিৎজা বিক্রি হয় তার 62% পিৎজা ডোমিনোজের। এর থেকেই বোঝাযায় ডোমিনোজ কোম্পানী কত বড়ো কোম্পানী। পিৎজা ইন্ডারস্টারিতে ডোমিনোজ পিৎজা অনেক বড়ো নাম। এরকম বড়ো একটি ব্রান্ডের সঙ্গে কেনা যুক্ত হতে চায়।ভারতে বসেই এই পিৎজা কোম্পানির ফ্রাঞ্চাইজি নিতে পারেন এবং যথেষ্ট ভালো একটি ইনকামের রাস্তা তৈরী করতে পারেন।

যেকোন কোম্পানির ফ্রাঞ্চাইজি নিতে গেলে ডাইরেক্ট সেই কোম্পানীর সঙ্গে যোগাযোগ করতে হয় কিন্তু ডমিনোজ কোম্পানির ফ্রাঞ্চাইজি নিতে গেলে আপনি ডোমিনোজের সঙ্গে যোগাযোগ করতে পারবেননা, কারণ ডোমিনোজ একটি অন্য কোম্পানিকে মাস্টার ফ্রাঞ্চাইজি দিয়ে রেখেছে।আপনি যদি ভারত,বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা  বসে ডোমিনোজের ফ্রাঞ্চাইজি নিতে চান আপনাকে  মাস্টার ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তারাই ঠিক করবে আপনি  সাব-ফ্রাঞ্চাইজি নিতে পারবেনকিনা।

ভারতে ডোমিনোজের মাস্টার ফ্রাঞ্চাইজি করা দেয়, তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন  সে বিষয়ে  জানার আগে জেনেনিই ডোমিনোজের কত রকমের ফ্রাঞ্চাইজি হয় বা দিয়ে থাকে।

ডোমিনোজ মূলত তিন ধরণের ফ্রাঞ্চাইজি দিয়ে থাকে। Traditional, Non-Traditional, Transitional.

Traditional: এই ক্ষেত্রে আপনার সেটাপ অনেক বড়ো মাপের দরকার, কিচেনের সেটাপ ও বসে খাওয়ার জায়গা  করতে হবে। এছাড়া কাস্টমারের জন্য পার্কিং ফেসিলিটি থাকার প্রয়জন ।

Non-Traditional: এক্ষেত্রে খুব বড়ো সেটাপের দরকার পড়েনা কারণ এই ধরণের কাউন্টারে কাস্টমারের জন্য বসে খোয়ার সেটাপের প্রয়জন পড়েনা। এখন থেকে কাস্টমার সুদু পিৎজা নিয়ে যেতে পারবে অথবা পিৎজা ডেলিভারী বয় পিৎজা ডেলিভারী করবে।

Transitional.: এক্ষেত্রে কাস্টমারের ডিমান্ডের উপরে নজর রেখে ফুড মেনু ঠিক করা হয়।

প্রধানত এই তিন ধরণের ফ্রাঞ্চাইজি ডোমিনোজ দিয়ে থাকে। আপনি যেকোন মডেলে কাজ করতে পারেন এবং ভালো মুনাফা অৰ্জন করতে পারবেন।

 ডোমিনোজের ফ্রাঞ্চাইজি নিতে গেলে কতটা জায়গার পরিজন ?

ট্রাডিশনাল ফ্রাঞ্চাইজি নিতে গেলে 700 থেকে 2000 স্কয়ার ফুট জায়গার প্রয়জন। 2000 স্কয়ার ফুটের থেকে বেশি জায়গা হলে ভালো হয়।যেখানে আপনি ফ্রাঞ্চাইজি নিতে চাইছেন সেটা মেইন মার্কেটের উপর হলে ভালো তানাহলে বড়ো কোনো রোডের উপর হতে হবে। যেখানে লোকের আনা-গোনা বা যাতায়াত বেশি এরকম জায়গায় আপনার ফ্রাঞ্চাইজির লোকেশান হতে হবে। কারণ যত বেশী লোক আসবে আপনার তত বেশী সেল হবে কোম্পানির তত বেশি লাভ হবে।

কত এম্পলই দরকার পড়বে ?

কমকরে ১০ জন এম্পলই -এর দরকার পড়বে। ৩ জন থাকবে কেশ কাউন্টারে, ৪ জনএম্পলই কিচেন এরিয়াতে,প্যাকিং  এর জন্য একজন এম্পলই ও ২ জন এম্পলই  ক্লিনিং ও সারভিসিং এর জন্য। আরো বেশি এম্পলই আপনি নিতে পারেন তবে মিনিমাম ১০ জনের দরকার পরবে।

ইনভেস্টমেন্ট কত ?

ডোমিনোজের ফ্রাঞ্চাইজি নিতে গেলে আপনার ৩০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা ইনভেস্টমেন্টের প্রয়জন । ইনভেস্টমেন নির্ভর করে লোকেশনের উপর| আপনি কেমন লোকেশনে ফ্রাঞ্চাইজি নিচ্ছেন তার উপর নির্ভর করবে আপনার ইভেস্টমেন্ট কতটা বাড়বে বা কমবে।

এই নিভেস্টমেন কোন কোন খাতে খরচা হবে ?

ডোমিনোজ পিৎজার ফ্রাঞ্চাইজি ফী 45০০০০ টাকা। 35০০০০ টাকার পিৎজা ট্রেকিং সফ্টওয়ার কোম্পানি থেকে নিতে হবে। এই পিৎজা ট্রেকিং সফ্টওয়ার দিয়েই আপনার কাস্টমার জানতে পারবে তার অর্ডারকরা পিৎজার স্টাটাস কি আছে। এছাড়াও স্টোর সেটাপের খরচা আছে। আপনাকে কিচেন এরিয়া বানাতে হবে , কাস্টমারের বসার জায়গা বানাতে হবে। কিচেনের সমস্ত ইকুপমেন্ট ও মেশিনারী আপনাকে কিনতে হবে এছাড়া স্টোরের ফার্নিচার, কালার ইত্যাদিতেও মোটা অংকের খরচা আছে। এই সব মিলিয়ে আপনার খরচা পরবে 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকার মধ্যে।

ভালো জায়গা আপনার আছে , টাকাও জোগাড় আছে এবার কন্টাক্ট কোথায় করবেন ?

ডোমিনোজ কোম্পানীর সঙ্গে  কন্টাক্ট  কিভাবে করবেন ?

আমরা আগেই আলোচনা করেছি ভারতে ডোমিনোজ অন্য এক কোম্পানিকে মাস্টার ফ্রাঞ্চাইজি দিয়ে রেখেছে, আপনাকে তাকেই কন্টাক্ট করতে হবে। কোম্পানির নাম "JUBLANY FoodWorks Ltd." আপনাকে JUBLANY FoodWorks Ltd.কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে ফ্রাঞ্চাইজি কন্টাক্ট ফ্রম পেয়ে যাবেন। ফ্রম সঠিকভাবে ফিলাপ করে পাঠিয়ে দিতে হবে। এর পর JUBLANY FoodWorks Ltd. কোম্পানির তরফ থেকে আপনার সঙ্গে ফোনের মাধ্যমে একটি ইন্টারভিউ হবে।  যদি আপনি ইন্টারভিউতে পাস্ করে যান তাহলে JUBLANY FoodWorks Ltd.কোম্পানির একটি টিম আপনার সঙ্গে কন্টাক্ট করবে, আপনার লোকেশান ভিজিট করবে এবং আপনার ফিনান্সিয়াল পরিস্থিতি দেখবে। সব কিছু ঠিক থাকলে আপনার সঙ্গে ফ্রাঞ্চাইজির জন্য এগ্রিমেন্ট করা হবে। এর পর আপনাকে ১৮ দিনের একটি ট্রেনিং দেওয়া হবে। সব ঠিক থাকলে আপনি ডোমিনোজ পিৎজা ফ্রাঞ্চাইজির ওনার হয়ে যাবেন।

JUBLANY FoodWorks Ltd. কোম্পানিকে কিভাবে কন্টাক্ট করবেন ?

JUBLANY FoodWorks Ltd.কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে চাইলে প্রথমেই আপনাকে তাদের ওয়েব সাইটে ভিজিট করতে হবে। ওয়েব সাইট :www.jubilantfoodworks.com/ . এই সাইটে গিয়ে ওপরের ডানদিকে দ্বিতীয় অপশন "Brands" এ যেতে হবে। এই পেজে ডানদিকে ওপরে পেয়ে যাবেন ফ্যাঞ্চাইজি ইনফরমেশন নামক একটি অপশন। এখানে ফ্রাঞ্চাইজির সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন। এখানে ইমেইল আইডি পেয়ে যাবেন। এই ইমেই আইডিতে আপনাকে মেইল করে যোগাযোগ করতে হবে|

ডোমিনিজের ফ্রাঞ্চাইজি নেওয়া লাভনক নাকি লোকসান হবে ?

একটি সমীক্ষা করে  দেখাযাক। 2018 তে ডোমিনোজের টোটাল ইনকাম ছিল 1,303 মিলিয়ন ডলার। 2019 তে হয়ে গেছিল 1,402 মিলিয়ন ডলার । 2020 তে দাঁড়িয়েছিল 1,594মিলিয়ন ডলার।2021তে 1,688 ,  তার মানে বুঝতেই পারছেন কোম্পানি প্রতি বছর প্রফিট বাড়িয়ে যাচ্ছে। তাই যে কোম্পানি প্রফিট করছে সেই কোম্পানির সঙ্গে যুক্ত হলে আপনিও লাভবান হবেন। তাই ডোমিনোজ পিৎজার ফ্রাঞ্চাইজি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

ভালো লোকেশনে আপনার স্টোর হলে আপনার ইনভেস্টমেন্ট ১.৫ থেকে ২ বছরের মধ্যেই উঠে যাবে।   ১.৫ থেকে ২ বছর পর থেকে আপনি ভালো প্রফিট কামাতে শুরু করবেন। 

পেতিবেদনটি কেমন লাগলো জানাবেন।কোনোরকম পরামর্শ থাকলেও জানাতে ভুলবেননা।  ভালো থাকবেন সুস্থ থাকবেন। নমস্কার।

মোবাইলের দ্বারা কিভাবে ইনকাম করাযায়।

বাড়ির ছাদের উপর করা যায় এমন কিছু ব্যবসা

কিছু দারুন লাভজনক ব্যবসা যা এখুনি শুরু করতে পারেন।

১০০ টাকা দিয়ে কিভাবে সফল ব্যবসা শুরু করবেন।

করোকনাথ মুরগির চাষ একটি অতি লাভজনক ব্যবসা

Topic: domino's franchise price india, domino's franchise in india, domino's franchise profit in india, domino's franchise cost in india, domino's franchise india contact details, domino's franchise cost, domino's franchise application form india, domino's franchise apply

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন