আমাদের অনেকের ধারণা ব্যবসা করার জন্য অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু না টাকা দিয়েই ব্যবসা হয় না। ব্যবসার করার জন্য চাই সঠিক ব্যবসার মডেল এবং উপযুক্ত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা। যদি আপনার উপযুক্ত বুদ্ধি থাকে তাহলে আপনি পারবেন একটি ভালো ব্যবসা দাঁড় করতে। ব্যবসা দাড় করতে বিশেষ কিছু টাকার প্রয়োজন হয়না পরিজন একাগ্রতা ও বুদ্ধি।
আজ আমরা এই প্রতিবেদনে 100 টাকা দিয়ে কিভাবে একটা সফল ব্যবসা চালু করা যায় সেই ব্যাপারে জানবো। আপনি ভাববেন আজকালকার বাজারে 100 টাকাতে কি হয়? এক কিলো মাংস হয় না কিন্তু একটা সফল ব্যবসা 100 টাকাতে কি করে শুরু করা সম্ভব ?
আজকের এই প্রতিবেদনে আমরা জানবো 100 টাকায় কি কিব্যবসা চালু করা যায় এবং যে ব্যবসা ভবিষ্যতে আপনাকে লক্ষ লক্ষ টাকা মুনাফা দিয়ে যাবে। আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আজকের এই প্রতিবেদনটি পড়ার পর ব্যবসা সম্পর্কে আপনার চিন্তাভাবনা একদম বদলে যাবে কারণ আজ আপনি জানতে চলেছেন শুধু মাত্র 100 টাকা দিয়ে আমরা কিভাবে একটা সফল ব্যবসা চালু করতে পারি।
আজ আমি এখানে সামান্য কয়েকটি উদাহরণ আপনাদেরকে দেব আপনি চাইলে এরকম অনেক ব্যবসা করতে পারেন। ব্যবসা শুরু করার আগে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে কোন কাজকে একাগ্রতার সঙ্গে করতে পারলে এবং আপনার যদি সঠিক মানসিক শক্তি থাকে আপনি তাহলে সফল হতে পারবেন।
কম টাকা দিয়ে কিভাবে লক্ষ টাকার ব্যবসায় পরিণত করবেন এরকম চিন্তা ভাবনা অভ্যাস করতে পারলে ভবিস্যতে সহজেই সফল ব্যবসায়ী হয়ে উঠা যায়। সঙ্গে দরকার ব্যবসার প্রতি ভালো বাসা।
আজেকের এই ব্যবসার মডেলটি প্রথমেই বুঝে নিতে হবে। তার সঙ্গে দরকার পড়বে সামান্য ক্রিয়েটিভিটির। প্রথমেই আপনি খোঁজ করুন আপনার বাড়িতে কি কি অপ্রয়জনীয় বস্তু পরে আছে। হতে পারে সেটা একটা সাইকেল যা আপনি আর ব্যবহার করেননা । হতেপারে ভাঙা চেয়ার ,বা ডিশ এন্টেনা ,বা ছাতা এমন অনেক জিনিস। ঐ ১০০ টাকাদিয়ে জিনিসটাকে ঠিক করেনিন ,একদম নতুনের মতন করে।আর সঙ্গে দেখান একটু ক্রিয়েটিভিটি। এবার সেটা বিক্রি করেদিন। আপনার পরিচিতদের কাছে ,বন্ধু বান্ধবের কাছে অথবা অনলাইনে ছেড়ে দিন লোভনীয় দামে। মনে রাখবেন যে জিনিসটা আপনার কাছে অপ্রয়জনীয় সেটা করোনা কারো কাছে খুব প্রয়জনীয়। চলুন এমন কিছু আইডিয়া করি -
কাঁচের বোতল থেকে নাইট লেম্প ও গ্লাস :
কেমন হবে যদি কাবাড়িওয়ালার কাছ থেকে পুরাতন মদের বোতলকে এভাবে প্রস্তুত করা যায় ?প্রথমেই বোতলটিকে কেটে নিতে হবে। কাঁচের বোতল কাঁটা খুব একটা আহামরী বেপার নয়। ইউটুবে কাঁচের বোতল কিভাবে কাঁটা যায় তার অসংখ ভিডিও পেয়ে যাবেন। বোতলটি কাঁটার পর নিচের অংশটিকে ভালো করে পালিশ করে কাঁচের গ্লাস তৈরী করে ফেলুন আর উপরের অংশ টি দিয়ে দামি একটি নাইট লেম্প তৈরী করে ফেলুন। ওপরের ছবিটি দেখুন। এবার বলুনতো কত টাকায় বিক্রি করা যাবে ? এরকম নাইট লেম্প Amazon-এ ১৫০০ থেকে ২০০০ টাকাতে বিক্রি হয়।এই জিনিসটা আপনার হাতে তৈরী উনিক জিনিস। এর দাম আরো বেশি হওয়া উচিত। তৈরিতে খরচা নেই বল্লেই চলে।কোথায় ও কি কি ভাবে বিক্রি করবেন সেটা আমি সবার শেষে আলোচনা করব।
খালি তেলের ড্রাম থেকে সোফা বা চেয়ার:
খালি তেলের ড্রামকে থেকে সুন্দর সোফা বা চেয়ার ও স্টাডি টেবিল ,বেসিন কতকি তৈরী করা যায়। উপরের ছবিটি দেখুন। দরকার উপযুক্ত ক্রিয়েটিভিটি ও বুদ্ধি। যেকোন অনেক রেস্টুরেন্ট এই ধরণের চেয়ার টেবিল দিয়ে সাজাতে চান। একটা সামান্য তেলের ড্রাম কিনে এনে তাকে উপযুক্ত ভাবে কাটতে হবে এবং ফিফার মতন করে তৈরী করতে হবে। যদি আপনি না পারেন ,আপনার এলাকার কোনো সোফা মিস্ত্রিকে দিয়ে করিয়ে নিতে পারেন। এবার বলুন এর দাম কতো হতে পারে? লাভ দেখলে আপনার চক্ষু চোরকে গাছ হয়ে যাবে।
ডিশ এন্টেনা থেকে শিল্ড :
উপরের ছবিটি দেখুন, ঘরে পরে থাকা ডিশ এন্টেনা থেকে কিভাবে একটা ঘর সাজাবার জিনিস তৈরী করা যায়। সুদু দরকার একটু ক্রিয়েটিভিটির। এরকম আইডিয়া যদি আপনার না থাকে তাহলে ইউটিউব থেকে ক্র্যাফট এর ভিডিও দেখে জিনিস গুলি জোগাড় করে শুরু করতে পারেন।
এরকম অসংক্ষ উদাহরণ হতে পারে । আপনার যদি দেখার মতন মন থাকে তাহলে আপনি নিজেও জানেনা আপনি কি কি তৈরী করতে পারেন। বিক্রি শুরু হলে লাভের অঙ্ক আপনাকে খুশি করে দেবে। ভাবছে কি করে আপনার তৈরী করা জিনিস বিক্রি করবেন?
মার্কেটিং :
এগুলিকে সহজেই বিক্রি করাযায় অফলাইন ও অনলাইনে। প্রথমেই আপনার পরিচিতদের জানিয়ে রাখবেন আপনি কি করছেন। আপনার পরিচিতরা হয় বিক্রি করতে সাহায্য করবে নয়তো পুরাতন জিনিস জোগাড়ে সাহায্য করবে। এর পর অনলাইনে কিছু ইকমার্স সাইটে এগুলিকে লিস্টেড করে দিন যেমন Amazon, Flipkart, OLX, Quikr, Esty ইত্যাদি। Esty একটি এমেরিকান সাইট , এখানথেকে হাতের কাজ খুব সহজেই বিক্রি হয়ে যায়।এতে আপনি ইন্টারনেশনাল কাস্টমার পেয়ে যাবেন। এছাড়াও সোসালমিডিয়া সাইটে আপনি নিয়মিত প্রচার চালাতে থাকুন। ব্যবসা ভালোভাবে চালু হয়ে গেলে। নিজস্ব একটি ওয়েব পেজ করে নিন। কমার্শিয়াল অর্ডার নিতে থাকুন।
মনে রাখবেন সফল ব্যবসায়ী হতে লক্ষ লক্ষ টাকা লাগেনা ,দরকার সঠিক বুদ্ধির আর তাকে প্রয়গ করার ক্ষমতা। আজ থেকেই শুরু করেদিন কি দিয়ে কি তৈরী করাযায় তার খোঁজ।শুরু করেদিন নাম মাত্র তাকাতে ব্যবসা।
আরো পড়ুন
কিছু দারুন লাভজনক ব্যবসা যা এখুনি শুরু করতে পারেন।
বাড়ির ছাদের উপর করা যায় এমন কিছু ব্যবসা
মোবাইলের দ্বারা কিভাবে ইনকাম করাযায়।
বিষয়টি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেননা। এমন কিছু আইডিয়া আপনার কাছে থাকলে সেয়ার করতে পারেন।