ফেসবুক থেকে ইনকামের উপায় ও ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় |

 



ফেসবুক থেকে ইনকামের উপায় ও ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় 


সারা বিশ্বে . বিলিয়ন ফেসবুক ব্যবহার করি  আমরা সারা দিনে কত ঘন্টা ফেসবুকে কাটাই তা আমরা নিজেরাও জানিনা খবর থেকে ভিডিও , ছবি থেকে লেখালেখি সারা দিন আমরা ফেসবুকে মাথা গুঁজে এরি মধ্যে আমাদের অনেকেরি মাথায় আসে আমরা কি ফেসবুক থেকে ইনকাম করতে পারি ? সত্যি কি ফেসবুক থেকে ইনকাম করা সম্বব ? সম্ভব হলেও সেই টাকা কে দেবে , কেনো দেবে , কিভাবে দেবে ? হাজার প্রশ্ন আমাদের মাথায় আজ এই ব্লগে এই সব প্রশ্নের উত্তর দেব আমরা জানবো ফেসবুক থেকে কি কি উপায়ে ইনকাম করা যায়

ফেসবুক থেকে ইনকামের অনেক উপায় আছে আর অনেকেই ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন ইনকাম করছে অনেকেই ভাবছেন এটাওকি সম্ভব ? হ্যাঁ এই পরিমানের ইনকাম ফেসবুক থেকে করা সম্ভব এর জন্য দরকার পর্যাপ্ত শিক্ষার ফেবুকের গাইড লাইন সম্পর্কে ধারণা তো চলুন জেনেনিই ফেসবুক থেকে ইনকামের পথ গুলি

     

    *ফেসবুক পেইজ : 

    ফেসবুক পেইজ বানিয়ে আপনি একটি চাকরির  বেতনের থেকেও অনেক বেশি এবং একটি ব্যবসার থেকেও অনেক বেশি ইনকাম করতে পারেন এখানে আপনি সুদু মাত্র  ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন ফেসবুক পেইজ বানানো অনেক সহজ  ফেসবুক পেইজে আপনি যে ভিডিও সম্প্রসারণ করবেন তার কিছু নিয়ম কানুন আছে সে সম্পর্কে আগেথেকেই জেনেনিতে হবে যদি আপনি ফেসবুকের নিয়ম লঙ্গণ না করে ভিডিও বানাতে পারেন এবং আপনার ভিডিও মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তাহলে আপনি আপনার পেইজ ফেসবুক দ্বারা মনিটাইজ করতে পারেন মনিটাইজ এর পর যত মানুষ আপনার সম্প্রসারিত ভিডিও দেখবে তার উপর নির্ভর করে আপনার ইনকাম তৈরী হবে এক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিওতে বিজ্ঞাপন চালিয়ে আপনাকে ইনকাম দেবে  যতবেশি বিজ্ঞাপন আপনার ভিডিওতে চালানো হবে তত বেশি আপনার ইনকাম হবে আর আপনার ভিডিও যত বেশি জনপ্রিয় হবে তত বেশি বিজ্ঞাপন আপনার ভিডিওতে চালানো হবে এক্ষেত্রে ফেসবুক থেকে আপনি সরাসরি আপনার বেংক একাউন্টে টাকা নিতে পারেন অথবা পেপাল থেকেও আপনার উপার্জিত টাকা তুলতে পারেন মাথায় রাখবেন ফেসবুক এখন অনেক জনপ্রিয় তাই এখানে ছোট বড়ো সকল কোম্পানি নিজেদের বিজ্ঞাপন দিতে আসে আপনি ভালো জনপ্রিয় ভিডিও বানাতে পারলে ইনকাম যথেষ্ট করতে সক্ষম হবেন

    *ফেসবুক রিল : 

    টিকটিক শর্ট ভিডিও প্লার্টফর্ম বন্ধ হওয়ার পর ফেসবুক "ফেসবুক রিল " নামে সর্টভিডিও সম্প্রসারণের সুযোগ করে দিয়েছে এবং এর সঙ্গে দিচ্ছে ইনকামের সুযোগ ফেসবুক রিল বানিয়ে আপনি দুই পথে ইনকাম করতে পারেন প্রথমত ফেসবুক তাদের নিজেদের "ফেসবুক রিল " প্লার্টফর্ম টিকে শক্ত পোক্ত করতে ফেসবুক রিলে অংশগ্রহণকরিদের উৎসাহিত করতে বিপুল পরিমান অর্থ প্রদান করছে কিন্তু এই অর্থ উপার্জনের জন্য কিছু নিয়ম ফেসবুক প্রণয়ন করেছে সে সম্পর্কে আগেথেকে জেনেনিতে হবে এক্ষেত্রে আপনি সরাসরি ফেসবুক থেকে ইনকাম করবেন  দ্বিতীয়ত আপনার ফেসবুক রিল যদি জনপ্রিয় হয়ে যায় এবং বিপুল সংখক মানুষ যদি আপনার রিলকে দেখে সে ক্ষেত্রে ছোট বড় কোম্পানি আপনাকে সরাসরি যোগাযোগ করবে তাদের ব্র্যান্ড প্রডাক্ট প্রমোশনের জন্য আর তার জন্য আপনাকে দেবে মোটা অংকের টাকা

    * ফেসবুক লাইভ ভিডিও : 

    ফেসবুক লাইভ এর মাধ্যমে প্রচুর মানুষ তাদের ব্যবসাকে অনলাইনে এনে সরাসরি কাস্টমারে দরজায় পৌঁছে গেছে এবং বিপুল সংখক কাস্টমারকে সার্ভিস দিয়ে বিপুল পরিমানের অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন আপনিও আল্প্ টাকা ইনভেস্ট করে কিছু প্রডাক্ট হোলসেল রেটে তুলে রিটেইল রেটে ফেসবুক লাইভ ভিডিওতে বিক্রি করতে পারেন ফেসবুকে অগুনতি ফেসবুক ব্যবহারকরি থাকার দরুন আপনার সেল অগুনতি হওয়ার সম্ভবনা থাকে এক্ষেত্রে আপনাকে কিছু অতিরিক্ত বুদ্ধির প্রয়গ করতে হবে যেমন আপনি যে প্রডাক্ট নিয়ে লাইভ শুরু করতে চাইছেন সেই প্রডাক্ট জর্নীত কিছু ফেসবুক গ্রূপে আপনাকে যুক্ত হয়ে যেতে হবে এবং গ্রূপ এডমিনদের সঙ্গে আগেথেকেই কথাবলে নিতে হবে যে আপনার লাইভ যেন তারা তাদের গ্রূপে চালিয়ে দেয় এতে যত বেশি মানুষ আপনার লাইভে যুক্ত করতে পারবেন তত বেশি আপনার প্রডাক্টের সেল বেড়ে যাবে এক্ষেত্রে আপনি সরাসরি  ফেসবুকথেকে টাকা  পাবেননা আপনাকে আপনার কাস্টমারের কাছ থেকে টাকা আপনার বেংক একাউন্টে নিতে হবে 

    * এফিলিয়েট মার্কেটিং : 

    এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনডাইরেক্ট ইনকাম করতে পারেন এই উপায়ে ইনকাম করতে গেলে অনেক গুলি বিষয়ে আপনার পর্যাপ্ত গেঞান থাকার দরকার যেমন "এফিলিয়েট মার্কেটিং" এবং এফিলিয়েট মার্কেটিং এর  প্রচার নিয়ে ফেসবুকের কীকী নিয়ম কানুন আছে কিভাবে ফেসবুকে এফিলিয়েট মার্কেটিং এর প্রচার করতে হয় ইত্যাদি সারা বিশ্বে বিপুল পরিমান ফেসবুক ব্যবহার করি হওয়ার দরুন খুব সহজেই এফিলিয়েট মার্কেটিং এর জন্য পাচুর কাস্টমারের কাছে পৌঁছে যাওয়া যায় এছাড়াও ফেসবুক বিজ্ঞাপন দিয়েও আপনি এফিলিয়েট মার্কেটিং এর প্রচার করতে পারেন এখানথেকেও ইনডাইরেক্ট ইনকাম আপনাকে করতে হবে এবং এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্রচুর মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হচ্ছেন

    * ফেসবুক গ্রূপ : 

    সাধারণ ফেসবুক একাউন্টে নির্দিষ্ট পরিমান বন্ধুদের সঙ্গে আমরা যুক্ত হতে পারি কিন্তু ফেসবুক গ্রূপ এর মাধ্যমে আপনি আনলিমিটেড মানুষকে আপনার ফেসবুক গ্রূপে  যুক্ত করতে পারেন আনলিমিটেড মানুষ যুক্ত হওয়া মানে আপনার কাছে আনলিমিটেড কাস্টমার আর আনলিমিটেড কাস্টমার মানে আপনার ইনকামের সুযোগ অনেক বেশি আপনি যদি কোনো ব্যবসা করেন আপনি এই গ্রূপের দ্বারা আপনার পণ্য সহজেই বিক্রি করতে সক্ষম হবেন  এছাড়াও এফিলিয়েট মার্কেটিং এর প্রচার ইনকাম অনেক সহজেই করতে পারবেন

    * ফেসবুক মার্কেট প্লেস : 

    ফেসবুক মার্কেট প্লেস একটি জনপ্রিয় পরিষেবা যা ফেসবুক দ্বারা পরিচালিত।  এখানে আপনি আপনার ব্যবসার যেকোন পণ্য আপলোড করে তা বিক্রি করতে পারেনএই পরিষেবা ফেসবুক সম্পর্ন বিনা পয়সাতে প্রদান করেএই সুজকে কাজে লাগিয়ে আপনিও ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনার ইনকাম শুরু করতে পারেন ক্ষেত্রে অর্থের লেনদেনে ফেসবুকের কোন হাত থাকবেনাকাস্টমার আপনার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবে এবং আপনি তাকে পরিষেবা দিয়ে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি টাকা নেবেন

     

    * ফেসবুক বিজ্ঞাপন :

    এক সময় ইন্টারনেট জগতে বিজ্ঞাপন দেওয়ার কথা কেউ ভাবতেই পারতোনা তার পর গুগল এর একছত্র আধিপত্য ছিল কিন্তু বর্তমানে সারা দুনিয়াতে বিপুল সংখ্যক  ফেসবুক ব্যবহার করি হওয়ার দরুন ফেসবুক বিজ্ঞাপন এখন ব্যবসা অর্থ উপার্জনের একটি দারুন হাতিয়ার হয়ে পড়েছে  ফেসবুক বিজ্ঞাপনের কিছু অতিরিক্ত সুবিধার জন্য এর এতো জনপ্ৰিয়তা যেমন যতসামান্য টাকা দিয়ে আপনি বিজ্ঞাপন দিতে পারেন  আপনি আপনার পছন্দ মতন মানুষদের কাছে আপনার বিজ্ঞাপন দেখাতে পারেন আপনি পৃথিবীর যেকোন প্রান্তে বা অঞ্চলে আপনার বিজ্ঞাপন দেখাতে পারেন ইত্যাদি  এত সুবিধার দরুন আপনার বিজ্ঞাপনের দ্বারা আপনার পণ্য সহজেই আপনি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন

     

    এরকমই আরো অনেক উপায়ে ফেসবুকথেকে আপনি ইনকাম করতে পারেন তবে আমি বল্ব আপনি যে বিষয়ে এগোতে চাইছেন সে বিষয়ে আরো ভালোকরে পড়াশুনা করেনিন  অভিগ্য লোকেদের পরামর্শ নিন তাদের ইন্টারভিউ দেখুন প্রথমে শিখুন যখন নিজের উপর যথেষ্ট কনফিডেন্স আসবে তখন শুরু করুন ফেসবুক থেকে ইনকামের যাত্রা ধন্যবাদ ভালো থাকবেন  সুস্থ থাকবেন


    আরো পড়ুন -

    সেকেন্ডহ্যান্ড মোবাইলের ব্যবসা।

    অল্প ইনভেস্টমেন্ট ১০ লাভজনক ব্যবসা।

    বিনা ইনভেস্টমেন্টে রিয়েল এস্টেট ব্যবসা

    চা বিক্রি একটি কোটি টাকার ব্যবসা।

    সম্পূর্ণ নতুন একটি ব্যবসা


    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন