আজকের প্রতিবেদনে এমন পাঁচটি ব্যবসা সম্পর্কে আলোচনা করবো যা চাইলে যেকেউ শুরু করতে পারে। আমরা অনেক সময় চাই আমাদের বর্তমান কাজকর্ম করতে করতে আরো একটি নতুন ব্যবসা শুরু করতে। কিন্তু অনেক খুঁজেও আমরা উপযুক্ত কাজ খুঁজে পাইনা। আজকের প্রতিবেদনে এমনি পাঁচটি ব্যবসা সম্পর্কে আপনাদের জানাবো। যেগুলি ভবিষ্যতে আরো অনেক বড়ো একটি ব্যবসার রূপ নিতে পারবে। এখানে সংক্ষেপে পাঁচটি ব্যবসার আলোচনা করলাম যদি কোনো ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা থাকে অবসই জানাবে পরবর্তী কোনো প্রতিবেদনে শুধুমাত্র সেই বিষয়ে প্রতিবেদন লিখবো। পুরো প্রতিবেদনটি পড়ার অনুরোধ থাকলো।
*ভিডিওগ্রাফার :
যদি আপনি ভিডিও করতে ভালো বসেন বা ভিডিও বানাবার প্রতি আপনার ভালোবাসা আছে তাহলে ভিডিওগ্রাফার হিসাবে কাজ করতে পারেন। আমাদের কাছে মোবাইল কেমেরা থাকলেও বিয়েতে ও বিভিন্ন অনুষ্ঠানে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে দারুন ফটো তুলতে ভালোবাসি। এখন অনেকেই বিয়ের আগেই প্রিওয়েডিং ফটো ও ভিডিও তুলে থাকেন। এই ভিডিও ও ফটো দারুন হয় কারণ এগুলি প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তুলে থাকেন। এটি একটি দারুন ব্যবসা।
আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান প্রথমেই ভালো একটি ভিডিওগ্রাফির কোর্স করে নিন। একটু খোঁজ নিলেই এরকম অনেক কোর্স পেয়ে যাবেন।এর পর একটি ভালো কেমেরা ও লেন্স প্রয়জনে ড্রোন কিনেনিতে পারেন।
ভিডিওগ্রাফির কোর্স করে একটি কেমেরা নিয়ে শুরু করতে পারেন এই ভিডিওগ্রাফির ব্যবসা। এক্ষেত্রে বিনিয়োগটা একটু বেশি কারণ ভালো ভিডিওগ্রফির জন্য দামি কেমেরার প্রয়জন। কিন্তু একটি মাত্র কেমেরা দিয়ে আপনি একটি ব্যবসা দার করতে পারেন।
আপনার এলাকার সমস্ত অনুষ্ঠানে ভিডিওগ্রাফির কাজ ধরুন। এর পর একটি ওয়েব সাইট বানিয়ে আরো অনেক কাস্টমারের কাছে পৌঁছে যান। ভিডিওগ্রাফির সাথে সাথে ফটোগ্রাফিও শুরু করতে পারেন। একনিষ্ঠ ভাবে কাজ করে গেলে এটি একটি সফল ব্যবসার রূপ নেবে।
*প্রপার্টি মেনেজার :
প্রপার্টি মেনেজার নামটা আপনার কাছে নতুন লাগলেও দারুন একটি লাভজনক ব্যবসা।এই ব্যবসাটি সহজেই আপনি শুরু করতে পারেন। এটি প্রায় বিনা ইনভেস্ট এর একটি ব্যবসা।কেমন এই ব্যবসা ?
আমাদের আশপাশে এমন অনেক লোক পেয়ে যাবেন যারা সময়ের অভাবে তাদের সম্পত্তি বা জমি বাড়ি দেখভাল করতে পারছেনা। আবার এমন অনেক মানুষ আছেন যারা এখানে জমি বাড়ি কিনে বর্তমানে বিদেশে বসবাস করছেন। তাদের অনুপস্থিতিতে আপনি তাদের সম্পত্তির দেখভাল লোক দিয়ে করবেন। কারো বাড়ি নিয়মিত ভাড়া করিয়ে দেওয়া , সময়মত ভাড়ার টাকা নেওয়া, ভাড়ার এগ্রিমেন্ট করা, জমি দেখভাল করা , বাড়ির ছোট খাটো কাজ করা - এগুলি আপনার কাজ যার পরিবর্তে আপনি প্রতিমাসে ৫০০ বা হাজার টাকা পাবেন। কোন কাজের জন্য কি পরিমান টাকা নেবেন সেটা আপনার উপর নির্ভর করছে। এই কাজ গুলি আপনি অন্য দেড় দিয়ে করবেন। দারুন ব্যবসা।
কিভাবে শুরু করবেন ?
প্রথমেই আপনাকে খোঁজ নিতে হবে আপনার এলাকায় কারকার সম্পত্তি পরে আছে। তারা কোন কারণে ঠিকঠাক দেখভাল করতে পারছেনা তার একটা লিস্ট বানান। এবার তাদের সঙ্গে ডারেক্ট কন্টাক্ট করার চেষ্টা করুন। আপনি তাদেরকে জানান আপনি অল্প টাকার বিনিময়ে তারহয়ে তার সম্পত্তি দেখভাল করবেন। ১০ জনের সঙ্গে যোগাযোগ করলে ১ জন ক্লাইন্ট পেয়ে যাবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রচার চালিয়ে আপনি ক্লাইন্ট পেতে পারেন। মাথায় রাখবেন এইব্যবসাটি আপনার রেপুটেশানের উপর অনেকখানি নির্ভর করে।
লাভ কেমন হতে পারে ?
আপনার কাছে যদি ১০০ কাস্টমার হয় এবং আপনি যদি প্রতি ক্লাইন্টের কাছ থেকে কম করে প্রতিমাসে ১০০০ টাকা নেন তাহলে প্রতিমাসে আপনার ইনকাম ১০০*১০০০=১ লক্ষ টাকা। আপনার হয়ে যারা কাজ করবে তাদে জন্য যদি ৫০ হাজার খরচ হয় তাতেও আপনি প্রতি মাসে ৫০ হাজার টাকা প্রফিট। ক্লাইন্ট বাড়লে আরো বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। আমার ধারণা এই টার্গেটে পৌঁছাতে ১ বছরের অনেক আগেই করতে পারবেন।
দারুন একটা ব্যবসা। আপনার অন্যান্য কাজ করতে করতে এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। এই ব্যবসা শুরু করতে খুব বেশি টাকার পরিজন হয়না। ব্যবসা শুরু করার আগে লিগ্যাল ডকুমেন ও এগ্রিমেন্ট বানিয়ে নেবেন। ব্যবসা বড়ো হলে অনলাইনের মাধ্যমে আরো বড়ো করে তুলতে পারেন। এই ব্যবসকে ভবিষ্যতে অনেক বড়ো করে তোলা সম্ভব।
*ড্রাইক্লিনার :
কমার্শিয়াল ডরাইকিলিনার হিসাবে দারুন একটা ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাতে কম্পিটিশান যথেষ্ট কম। আমাদের আশপাশে প্রচুর প্রাইভেট নার্সিং হোম, হোটেল, OYO রয়েছে। ওই সকল কোম্পানির প্রতিদিন ডরাইকিলিনারের পরিজন পরে। আপনি তাদের সঙ্গে এগ্রিমেন্ট করে তাদের সঙ্গে কাজ শুরু করতে পারেন। এছাড়াও মার্কেটিং এজেন্ট রেখে ডমিস্টিকেট ডরাইকিলিনার হিসাবে কাজ করতে পারেন।দারুন লাভজনক ব্যবসা। কিভাবে শুরু করবেন?
প্রথমের আপনাকে কিছু কমার্শিয়াল ওয়াসিনমেশিন নিতে হবে ও কাপড় ভালোকরে ধোয়ার জন্য কিছু কেমিক্যাল বাজারে পাওয়া যায় সেগুলি আপনাকে কিনতে হবে । কোন কাপড় কিভাবে ধুতে হবে সে সম্পর্কে অভিগ্য এমপ্লোয়ী লাগবে এছাড়াও মার্কেটিং ও ডেলিভারির লোক লাগবে।
আপনার আশপাশের হোটেল,নার্সিং হোম এর সঙ্গে এগ্রিমেন্ট করেনিন তাদের প্রতিদিনের কাপড় আপনার কাছেই যেন ধুতে দেওয়া হয়। এর পর সাধারণ মানুষের কোপার এমনি আপনার কাছে আসতে থাকবে। ওয়েবসাইট বা মোবাইল এপ্লিকেশন বানিয়ে আপনার ব্যবসার প্রচার প্রসার বাড়িয়ে তুলতে পারেন। এটি দারুন একটা ব্যবসা।
*থিম কফিশপ :
এখন নতুন নতুন থিমের কফি শপের প্রচলন দারুন ভাবে চলছে। কোথাও ছাদের ওপর গার্ডেন কফিশপ,কোথাও ঘরোয়া পরিবেশে কফিশপ আবার কোথাও লাইব্রেরি থিমে, পড়তে পড়তে কফি খাওয়ার মজা কাস্টমার নিতে ভালোবাসে। এরকম বিভিন্ন থিমের কফিশপের প্রচলন দারুন ভাবে চলছে।
কিভাবে শুরু করবেন ?
আপনার কাছে কফিশপ করার মতন জায়গা থাকলে থিম কফিশপ চালু করতে পারেন। আপনার এরিয়ার মানুষ কিধরনের বা তারা কি কি পছন্দ করে তার বিচার করে আপনার কফিশপ এর থিম ঠিক করুন। ভালো ইটোরিয়ার ডেকোরেটর দ্বারা সুন্দর ডেকোরেট করে আপনার থিম কফিশপ তৈরী করতে পারেন। ইন্টোরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে মেনু সবকিছু থিমের উপরে তৈরী করতে হবে। যেমন বলিউড থিমে কফিশপ সাজাতে পারেন বা বাগানের থিমে । যদি আপনি লাইব্রেরি থিমে কফিশপ তৈরী করেন তাহলে ভালো ভালো বই দিয়ে সাজিয়ে তুলতে হবে। যেখানে কাস্টমার চাইলে নিজের পছন্দের বই পড়তে পারে। একবার হিট করে গেলে লোক মুখে প্রচার হতে থাকবে। দারুন লাভজনক একটি ব্যবসা।
*সোশ্যালমিডিয়া মেনেজার :
অনলাইন দুনিয়ার প্রসার যতই বাড়ছে অনলাইন দুনিয়াতে ব্যবসা ততই বেড়ে যাচ্ছে। যেকোন ব্যবসার উন্নতির পেছনে সোসালমিডিয়ার অনেক খানি হাত থাকে।কিন্তু প্রতিনিয়ত অনলাইন দুনিয়ার প্রচার পদ্ধতি যেভাবে পরিবর্তন হয়ে চলেছে তার সঙ্গে অনেকেই তাল মিলিয়ে চলতে পারেনা। অনেকেই ভালো ব্যবসাই হলেও অনলাইন দুনিয়া সম্পর্কে সঠিক ভাবে অকিবহল নয় বা অনেকেই কাজের মাঝে সময় করতে পারেনা নিয়মিত সোসালমিডিয়া সাইট গুলিতে তাদের প্রচার চালাতে।
আপনি বিভিন্ন কোম্পানির সোশ্যালমিডিয়া মেনেজার হিসাবে কাজ করতে পারেন। নিয়মিত তাদের ব্যবসার প্রচার চালিয়ে যেতে পারেন। নিয়মিত তাদের আপডেট আপনি অনলাইন দুনিয়াতে দিতে পারেন। পরিবর্তে একটি মোটা কমিশন ইনকাম করতে সমর্থ হবেন। প্রচুর কোম্পানি আছে যারা এই সকল কাজ করে থাকেন। আপনি যদি এই ব্যবসা করতে চান তাহলে আপনাকে কিছু কোর্স আগেথেকেই করে নিতে হবে। অনলাইনে ছোট বড়ো অনেক কোর্স পেয়ে যাবেন। প্রতিদিন আপনাকে এই ব্যপারে আপডেট থাকতে হবে।
আপনি ঘরেবসে অল্প টাকার বিনিময়ে বিভিন্ন কোম্পানির সোশ্যালমিডিয়া মেনেজার হবে কাজ শুরু করতে পারেন । এরকম ১০ থেকে ১২ টি কোম্পানির কাজ ধরতে পারলে দেখবেন আপনার প্রচার,পরিচিতি ও ইনকাম অনেক বেড়ে গেছে। দারুন একটি লাভজনক ব্যবসা।
আরো পড়ুন -
চাকরির পাশাপাশি করা যায় এমন পাঁচটি ব্যবসা।
পড়াশুনার পাশাপাশি ৫ টি ব্যবসা।
চা বিক্রি একটি কোটি টাকার ব্যবসা।
আজকের প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেননা। উৎসাহ পেলে প্রতিটি সাবজেক্টে আলাদা আলাদা প্রতিবেদন আমি লিখবো। আপনি কোন বিষয়ে বিস্তারিত জানতে চাইছেন সেটিও জানাতে ভুলবেননা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নমস্কার।
