প্লাস্টিক ব্যাগ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কাগজের ব্যাগের চাহিদা মার্কেটে প্রচুর বেড়ে গেছে, কারণ প্রতিদিনের জীবনে বিভিন্ন কারণে আমাদের প্রতিনিয়ত প্লাস্টিক ব্যাগের প্রয়োজন হতো। প্লাস্টিক ব্যাগ প্রকৃতির পক্ষে ক্ষতিকারক হওয়ার জন্য তাকে সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার দণ্ডনীয় অপরাধ । এই প্লাস্টিক ব্যাগের বিপুল চাহিদার ঘাটতি মেটাবার জন্য বর্তমানে কাগজের ব্যাগের চাহিদা মার্কেটে প্রচন্ড বেড়ে গেছে। বিভিন্ন দোকানে যেমন মুদিখানার দোকান থেকে শুরু করে শপিংমল প্রত্যেক জায়গায় এই কাগজের ব্যাগের প্রচলন এখন খুব বেশি করে চলছে। এরকম পরিস্থিতিতে একটি পেপার ব্যাগের কারখানার ব্যবসা যথেষ্ট লাভজনক ব্যবসার রূপ নিতে পারে।
আজকের প্রতিবেদনে কিভাবে একটি কাগজের বাগের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করা যায় এবং সে ক্ষেত্রে কি পরিমান ইনভেস্টমেন্ট এর প্রয়োজন আছে এবং কতটা জায়গার প্রয়োজন হয়, লোক বল কতটা লাগে এগুলো আমরা জানবো তার সঙ্গে জানব এই ব্যবসায় কি পরিমান লাভ থাকে।
পেপার ব্যাগ
তৈরি করা যেমন খুব সহজ এবং তাকে বিক্রি করা অনেক সহজ, কারণ প্রতিটি দোকানে এই ব্যাগের
চাহিদা রয়েছে। মুদিখানার দোকান থেকে শুরু করে শপিং মল সবজায়গাতে এই ব্যাগের ব্যবহার
হয়। এই ব্যাগ দেখতে যত সুন্দর হয় ততটাই প্রকৃতিবান্ধব
হিসাবে প্রমাণিত।
কি কি মেশিন এর প্রয়োজন ?
আপনি যদি পেপার ব্যাগ ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে যান তাহলে প্রথমেই আপনার জানা দরকার পেপার ব্যাক মেশিন সম্পর্কে।পেপার ব্যাক প্রোডাকশন মেশিন প্রধানত তিন সাইজের হয়।এই মেশিন আপনি আপনার ব্যবসার ক্ষেত্র এবং ব্যাগের সাইজ অনুযায়ী পছন্দ করতে পারেন। এছাড়াও যদি আপনি পেপার ব্যাগের উপর লোগো বা অন্য কোন কোম্পানির নাম প্রিন্ট করতে চান সে ক্ষেত্রে আপনাকে প্রিন্টিং মেশিন নিতে হবে। প্রিন্টিং মেশিন তিন প্রকারের পাওয়া যায়। Screen printing, Offset printing, Flexography painting. আপনার বাজেটের উপর নির্ভর করে এগুলির মধ্যে যেকোনো একটি নিতে পারেন। এই প্রিন্টিং মেশিনের সাহায্যে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনি লোগো বা কোম্পানির নাম পেপার ব্যাগের ওপর প্রিন্ট করে দিতে পারেন।
পেপার ব্যাক মেশিন বাজারে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রিন্টিং মেশিন এর দাম ১ লাখ থেকে 10 লাখের মধ্যে পড়বে। আপনার ব্যবসার বাজেটের উপর নির্ভর করে আপনি এর মধ্যে থেকে যেকোনো একটি কিনতে পারেন।এছাড়াও পেপার ব্যাগ তৈরি করার জন্য আঠা ও প্রিন্টিং এর কালার এর প্রয়োজন হবে।
পেপার:
পেপার ব্যাগ
তৈরি করার জন্য Brown craft paper, White craft paper, Butter paper ইত্যাদি রকমের
পেপার এর প্রয়োজন পড়বে। এই পেপারের মার্কেট প্রাইজ ২৫ টাকা থেকে 40 টাকা পার কেজি
পড়বে। পেপারের জিএসএম অনুযায়ী দামের পার্থক্য হবে।
দুধরণের পেপার
দিয়ে আপনি কাজ করতে পারেন ভারজিন পেপার ও রিসাইকেল পেপার। রিসাইকেল পেপার আপনি আপনার
শহরেই পেয়েযাবেন ও অন্যান্য পেপার গুজরাটে প্রডাকসান হয় সেখানথেকে রোল হিসাবে পেয়ে
যাবেন।
আঠা:
পেপার ব্যাগ
তৈরি করার জন্য যথেষ্ট আঠার প্রয়োজন পড়বে। বাজারে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন
দামের আঠা আপনি পেয়ে যাবেন।
প্রিন্টিং
কালার:
যদি আপনি পেপার ব্যাগ এর উপর প্রিন্টিং করতে চান
সেক্ষেত্রে আপনার প্রিন্টিং এর জন্য কালারের প্রয়োজন হবে।
আঠা এবং কালারের
জন্য প্রতি কেজি পেপার ব্যাগ তৈরিতে পাঁচ টাকা খরচ আসবে।
কতটা জায়গার প্রয়োজন ?
পেপার ব্যাগ মেশিন বসানোর জন্য কম করে ১০০০ থেকে ১৫০০ স্কয়ার ফুট জায়গার পরিজন পারবে। মেশিনির সাইজ মোটামুটি ২০ ফুট মত। বাকি জায়গা লাগবে র-মেটিরিয়াল ও অন্যান্য কাজের জন্য। এই মেশিন সিঙ্গেল ফেজ ও ৩ ফেজ দুই ধরণের ইলেকট্রিসিটিতে চলে সেটি নির্ভর করে মেশিনের ধরণের উপর।
কতটা কর্মচারী প্রয়োজন ?
কম করে দুটি কর্মচারী দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। একজন যে মেশিন সম্পর্কে অভিগ্য এমন কর্মচারী নিতে হবে আর দ্বিতীয়জন সাধারণ কর্মচারী নিতে পারেন। এছাড়াও মার্কেটিংয়ের জন্য আপনি চাইলে কর্মচারী রাখতে পারেন। মোটামুটি ২ থেকে ৪ জন কর্মচারীর প্রয়জন পড়বে।
এই ব্যবসাতে ফ্রফিট কত ?
এই পেপার
ব্যাগ মেশিন দিয়ে আপনি ৬০ কিলো পেপার রোল দিয়ে ৭000 ব্যাগ ১ ঘন্টার মধ্যে তৈরি করতে
সক্ষম হবেন। অর্থাৎ এক কিলো র-মেটেরিয়াল
দিয়ে ১২৫ টি পেপার ব্যাগ তৈরি করতে পারবেন।
এই ব্যাগের দাম নির্ভর করবে ব্যাগের সাইজ ,কাগজের জি.এস.এম. এবং কোয়ালিটির ওপর। মোটামুটি প্রতি কেজি পেপার ব্যাগ বিক্রি করতে পারবেন 40 থেকে 50 টাকাতে। সমস্ত খরচা মিলিয়ে এক কেজি পেপাল ব্যাগ তৈরি করতে আপনার কস্টিং আসবে ৩০ থেকে ৩৫ টাকা। এই হিসাবে প্রতি ঘন্টায় আপনি ৫০০ থেকে ৬০০ টাকা গ্রস প্রফিট ইনকাম করতে সমর্থ হবেন । এই হিসাবে ৮ ঘন্টা কাজ করলে প্রতিদিন চার হাজার থেকে 5000 টাকা ইনকাম করতে সমর্থ হবেন ।অর্থাৎ মাসে ১ লক্ষেরবেশি টাকা ইনকাম করতে পারবেন।
কোথা থেকে কিনবেন এই মেশিন ?
ইন্ডিয়া মার্টে আপনি পেয়ে যাবেন বিভিন্ন দামের এই মেশিন এছাড়াও পেপার,আঠা,কলার ইত্যাদি। গুগল সার্চ করলে এমন অনেক কোম্পানি আপনি পেয়ে যাবেন যারা পেপার ব্যাগ মেশিন সাপ্লাই করে থাকে। যারা আপনাকে এই মেশিন প্রভাইট করবে তারা আপনাকে শিখিয়ে দেবে কিভাবে এই মেশিন চালাতে হবে।।মেশিন কেনার আগে অবশই জেনেনেবেন মেশিন খারাপ হলে কি ধরণের সার্ভিস তারা আপনাকে দেবে। নিচে ইন্ডিয়া মর্টের লিংক আমি দিয়ে দিলাম।
বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেপার ব্যাগ ম্যানুফ্যাকচারিং
বিজনেস একটি অতি লাভজনক ব্যবসা। যা আপনি ২০ থেকে ২৫ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন
এবং যেখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সমর্থ হবেন । যদি আপনি খুব
ভালো এবং অতি লাভজনক কোন ব্যবসার সন্ধান করে থাকেন তাহলে আপনি শুরু করতে পারেন পেপারব্যাক
ম্যানুফ্যাকচারিং ব্যবসা।
আরো পড়ুন
মাদার ডেয়ারির ফ্র্যাঞ্চাজি নিয়ে ব্যবসা শুরু করুন ।
কিভাবে ডোমিনোজ পিৎজার ফ্রাঞ্চাইজি নেওয়া যায়।
চা বিক্রি একটি কোটি টাকার ব্যবসা।
বিনা ইনভেস্টমেন্টে রিয়েল এস্টেট ব্যবসা
আমাদের প্রতিবেদন
গুলি কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেননা। আর কোন কোন ব্যবসা সম্পর্কে জানতে
চান সেটিও জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন নমস্কার।
