পতঞ্জলির ফ্রাঞ্চাইজি কিভাবে নিতে হয়? How to get patanjali franchise ?

 আমরা সবাই ভালো কিছু ফ্রাঞ্চাইজি নেওয়ার চেষ্টা সব সময় করে থাকি, কারণ ভালো একটা ফ্রাঞ্চাইজি বা ভালো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে  নিজের সুনাম এবং ব্যবসায় লাভ অনেক বেশি বেড়েযায় । এই কারণে বিভিন্ন কোম্পানির ফ্রাঞ্চাইজির  ব্যাপারে আমরা কোন না কোন সময় খোঁজ খবর নিয়ে থাকি। আজ আমরা রামদেব বাবার পতঞ্জলি কোম্পানির ব্রাঞ্চাইজি কিভাবে নেওয়া যায় সে ব্যাপারে আলোচনা করব। 

আজকের ব্লগে পতঞ্জলির ফ্রাঞ্চাইজি নিতে গেলে কত টাকা ইনভেস্টমেন্ট এর প্রয়োজন আছে? কতটা এরিয়ার রিকোয়ারমেন্ট আছে? এবং কত রকম ফ্রাঞ্চাইজি পতঞ্জলি কোম্পানি দিয়ে থাকে ও ফ্রাঞ্চাইজির  জন্য কিভাবে এপ্লাই করতে হয় সে ব্যাপারেই জানব।

নিত্য সামগ্রীতে এবং কিছু কিছু ঔষধের ক্ষেত্রে পতঞ্জলি কোম্পানি একটি নামকরা ব্র্যান্ড। আমরা সকলেই অল্পবিস্তর পাতাঞ্জলি কোম্পানি সম্পর্কে জানি। আমরা জানি ভারতের প্রসিদ্ধ ঋষি বাবা রামদেব এই কোম্পানি প্রতিষ্ঠা করেন । ২০০৬ সালে বাবা রামদেব ও আচার্য বাল কৃষণ এই পতঞ্জলি কোম্পানির শুরু করেন। ২০০৬ সালের আগে বাবা রামদেব পতঞ্জলি  নামে আয়ুর্বেদিক ঔষধ দিয়ে থাকতেন। সরকারিভাবে পতঞ্জলি আয়ুর্বেদিক লিমিটেড কোম্পানিটি ২০০৬ সাল থেকেই শুরু হয়। বর্তমানে সারা ভারতবর্ষে তিন হাজারেরও বেশি পতঞ্জলি স্টোর আছে এবং পাঁচ হাজারের বেশি পাতাঞ্জলির ফ্রাঞ্চাইজি আছে।

এমন কোন জিনিস নেই যা পাতাঞ্জলি প্রোডাকশন করে না যেমন আটা, ডাল, গম, ঔষধ, বিউটি প্রোডাক্ট এমনকি জামা কাপড়ও পতঞ্জলি ব্র্যান্ডের পাওয়া যায়। ভারতের এই প্রথম কোন দেশীয় প্রোডাক্ট এত উচ্চমানের এবং নামকরা। তাই আমরা অনেকেই পতঞ্জলি কোম্পানির সঙ্গে ঘাটছড়া বেঁধে ফ্রাঞ্চাইজি নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক।

প্রথমেই আমরা জেনে নেব পতঞ্জলি কোম্পানি কত রকমের ফ্রাঞ্চাইজি দিয়ে থাকে?

পতঞ্জলি কোম্পানি সাধারণত তিন ধরনের ফ্রাঞ্চাইজি দিয়ে থাকে।

১) গ্রাম উদ্যোগ নিয়াজ।

২) পতঞ্জলি মেগা স্টোর।

৩) পতঞ্জলি  চিকিৎসালয় এন্ড আরোগ্য কেন্দ্র।

এই তিন ধরনের  ফ্রাঞ্চাইজির  মধ্যে আপনি চাইলে যেকোনো ধরনের ফ্রাঞ্চাইজি নিতে পারেন। কিন্তু প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি নেওয়ার আলাদা আলাদা নিয়মকানুন আছে সেগুলি সম্পর্কে আগে থেকেই জেনে নিতে হবে।


১) গ্রাম উদ্যোগ নিয়াজ: 

এই ফ্রাঞ্চাইজি মডেলটি গ্রামের জন্য তৈরি করা হয়েছে, যারা গ্রামে থাকেন এবং যারা পতঞ্জলির সঙ্গে কাজ করতে উদ্যোগী তাদের ডেভলপমেন্টের জন্যই এই ফ্রাঞ্চাইজির পলিসিটি  চালু করা হয়েছে। এই ধরনের ফ্রাঞ্চাইজি নিতে গেলে আপনার মোটামুটি ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে। এখান থেকে ২১ হাজার টাকা আপনার সিকিউরিটি ডিপোজিট হিসাবে পাতাঞ্জলি কোম্পানি জমা রাখবে।

পতঞ্জলির ফ্রাঞ্চাইজি মডেলে সবথেকে কম জায়গার প্রয়োজন হয় এই মডেলটিতে। কম করে ১৫০ থেকে ৫০০ স্কয়ার ফিট জায়গা থাকলেই আপনি এই ফ্রাঞ্চাইজি নিতে পারেন। এই ফ্রাঞ্চাইজিটি  নিতে গেলে আপনার ফটো প্রুফ,এড্রেস প্রুফ  এবং ব্যাংক ডিটেলস লাগবে। যদি আপনি ভাড়াতে  কোন জায়গা নিয়ে থাকেন সেক্ষেত্রে ভাড়ার ডিটেলস কোম্পানিকে জানাতে হবে।


২) পতঞ্জলি মেগাস্টোর: 

নাম শুনেই বুঝতে পারছেন এই ফ্রাঞ্চাইজিটি আগেরটি থেকে অনেক বড় লেভেলের। এই ধরনের ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে কম করে 2000 স্কয়ার ফিট জায়গা থাকার প্রয়োজন। আর ইনভেস্টমেন্টের কথা যদি বলা যায় সবমিলিয়ে মোটামুটি এক কোটি টাকা মতো খরচা পড়বে। এই ১ কোটি টাকার মধ্যে পাঁচ লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা থাকবে। যে এরিয়াতে আপনি এই ধরনের ফ্রাঞ্চাইজি ওপেন করতে চাইছেন সেই এরিয়া থেকে তিন কিলোমিটারের মধ্যে অন্য কোন মেগা স্টোর থাকলে চলবে না। আর আপনার মেগা স্টোরের থেকে এক থেকে দেড় কিলোমিটার এর মধ্যে পাতাঞ্জলি চিকিতসালয় অ্যান্ড আরোগ্য কেন্দ্র যেন না থাকে। ডকুমেন্টের ক্ষেত্রে আগের যে ডকুমেন্টগুলি বলেছিলাম সেগুলো তো লাগবেই যেমন ফটো প্রুফ, এড্রেস প্রুভ, ব্যাংক ডিটেলস ইত্যাদি এছাড়াও আপনাকে আপনার কোম্পানি রেজিস্টার করাতে হবে। এবং জিএসটি নাম্বার নিতে হবে।


৩) পাতাঞ্জলি  চিকিৎসালয় অ্যান্ড আরোগ্য কেন্দ্র: 

এই ধরনের ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে আপনার জায়গার রিকোয়ারমেন্ট থাকবে ৫০০ থেকে হাজার স্কয়ার ফিট। আপনি যদি পাতাঞ্জলি আরোগ্য কেন্দ্র চালু করেন তাহলে পতঞ্জলির তরফ থেকে একজন আয়ুর্বেদিক ডক্টর আপনার কেন্দ্রে প্রোভাইড করা হবে। আপনার আরব্য কেন্দ্রে সমস্ত কাস্টমারকে ডক্টর নিজে দেখে পতঞ্জলির প্রোডাক্ট প্রেসক্রাইব করবে। এই ধরনের ফ্রাঞ্চাইজি নিতে গেলে 10 লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকার মধ্যে আপনার ইনভেস্টমেন্ট আসবে।


পতঞ্জলি সাধারণত এই তিন ধরনের ফ্রাঞ্চাইজি প্রোভাইড করে থাকে। আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা বাজেট অনুযায়ী যে কোন একটি ফ্রাঞ্চাইজি নিতে পারেন। প্রথমেই বলেছি পতঞ্জলি একটি নামকরা ব্র্যান্ড তো এদের সেল ও অনেক বেশি সেই কারণে কাস্টমারের কোনো অভাব হবে না। 

এবার আমরা জানবো পতঞ্জলির প্রোডাক্ট এর কি ধরনের প্রফিট থাকে।


বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রফিট মার্জিন হয়ে থাকে। কিছু কিছু প্রোডাক্টে ৫% এবং কিছু কিছু প্রোডাক্টে ২০%  পর্যন্ত আপনি প্রফিট মার্জিন পেতে পারেন। মোটামুটি আপনি রাফলি ১০% থেকে ১৫% পফিট মারজিন উপার্জন করতে সক্ষম হবেন। একটি পতঞ্জলি ফ্রাঞ্চাইজি নিয়ে আপনি মাসে 30 থেকে 50 হাজার টাকা পর্যন্ত ও তার বেশিও ইনকাম করতে পারেন।।


আমরা সকলেই জানি রামদেব বাবা পতঞ্জলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশীয় প্রোডাক্ট বলে এবং প্রাকৃতিক সম্পদ দিয়ে তৈরি প্রডাক্টের  জন্য এর ডিমান্ড অনেক বেশি। পতঞ্জলির একটি যথেষ্ট বড় কাস্টমার বেশ আছে, তাই আপনি যদি পতঞ্জলির একটি ফ্রাঞ্চাইজি ওপেন করেন যথেষ্ট লাভের মুখ দেখতে পাবেন।


কিভাবে পতঞ্জলির ফ্রাঞ্চাইজির জন্য এপ্লাই করবেন ?

পতঞ্জলির ফ্রাঞ্চাইজির জন্য ৩ ভাবে এপ্লাই করতে পারেন। ১) অনলাইন এপ্লাই করতে পারেন। ২) ডাইরেক্ট পতঞ্জলির অফিসে চিঠি পাঠিয়ে এপ্লাই করতে পারেন।  ৩) পতঞ্জলির অফিস নাম্বারে ফোন করে এপ্লাই করতে পারেন। নিচে বিস্তারিত দিয়ে দিলাম।-

পতঞ্জলির  অফিসিয়াল ওয়েবসাইট লিংক : www.patanjaliayurved.org

পতঞ্জলির  ঠিকানা :

Corporate Office Address:

Patanjali Food & Herbal park

Vill – Padartha, Laksar Road

Haridwar 249404, Uttrakhand – 247663


Registered Office Address:

D-26, PUSHPANJALI, BIJWASAN ENCLAVE,

NEW DELHI  110061, India

Phone: 01334-265370

পতঞ্জলির  অফিস ফোন নাম্বার :1800 180 4108

Email : feedback@patanjaliayurved.org

 আজকের ব্লগটি কেমন লাগলো এটি জানাতে ভুলবেন না আর আমাদের ব্লক পেজটিকে ফলো করে রাখবেন। নমস্কার।

মাদার ডেয়ারির ফ্র্যাঞ্চাজি নিয়ে ব্যবসা শুরু করুন ।

ডোমিনোজ পিৎজার ফ্রাঞ্চাইজি|

পেপার ব্যাগ মেকিং মেশিন|

পাঁচটি হোলসেল ব্যবসার আইডিয়া।

Topics:

patanjali franchise franchise apply online,patanjali franchise,patanjali franchise franchise benefits,patanjali franchise franchise profit margin,patanjali franchise cost,patanjali franchise etc

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন