আমরা অনেকেই নামি কোনো courierservices এর Franchiseনিয়ে ব্যবসা শুরু করতে চাই, কিন্তু ব্যবসা শুরু করার আগেই অনেক কটি প্রশ্নের উদয় হয়। কোন কোম্পানির ফ্রাঞ্চাইজি নেবো ? কত লোক বলের প্রয়জন পড়বে ? কতটা জায়গার প্রয়জন ? কত ইনভেস্টমেন্ট পরবে ? কিভাবে এপ্লাই করতে হবে ? মুনাফা কত হবে ? ইত্যাদি। এই সব প্রশ্নের সমাধান নিয়ে আজ আমি এই প্রতিবেদনটি আপনাদের জন্য নিয়ে এলাম। এই প্রতিবেদনে আমরা DTDC কুরিয়ার সার্ভিসের ফ্রাঞ্চাইজির বিষয়ে বিস্তারিত জানবো। প্রতিবেদিনটি পড়ে যদি আপনার উপকারে আসে তবে লাইক,কমেন্ট,সাব্স্ক্রাইবড করতে ভুলবেননা।
DTDC কুরিয়ার সার্ভিসের বিষয়ে জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুস্কিল। আজ DTDC- এর দৌলতে দেশ বিদেশে যেকোন জায়গায় নিজেদের কাগজ পত্র থেকে গিফ্ট বা ব্যবসার পণ্য যেকোন জায়গায় দ্রুত পৌঁছে যাচ্ছে।
DTDC কোম্পানী
সম্পর্কে কিছু কথা (
DTDC কথার পুরো অর্থ Desk to Desk Courier & Cargo .DTDC ভারতের টপ ১০ টি কোম্পানির মধ্যে একটি বিখ্যাত কুড়িয়ার কোম্পানী। ১২ হাজারের বেশি ফ্রাঞ্চাইজি সারা দেশের মধ্যে ছড়িয়ে আছে। ১১৫০০ পিনকোডে DTDC কোম্পানী সার্ভিস দিয়ে আসছে। এর থেকেই বোঝাযায় DTDC কোম্পানী ভারতের কত পপুলার একটি কুড়িয়ার কোম্পানী। ১৯৯০ সালথেকে DTDC কোম্পানী গর্ভের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
DTDC কোম্পানী তাদের ফ্যাঞ্চাইজী নিয়ে ব্যবসা শুরু করার সুবিধা সবারজন্য করে দিয়েছে তাই এদের সঙ্গে যুক্ত হয়ে আপনিও ব্যবসা শুরু করতে পারেন এবং ভালো মুনাফা প্রতিমাসে ইনকাম করতে পারেন।
DTDC কোম্পানী সাধারণত তিন ধরণের ফ্যাঞ্চাইজী দিয়ে থাকে ১) মর্ডান ফ্রাঞ্চাইজী ২) ইন্টারপ্রাইজ ফ্রাঞ্চাইজী ৩) ডেলিভারী ফ্রাঞ্চাইজী
১) মর্ডান ফ্রাঞ্চাইজী:
এইধরণের ফ্রাঞ্চাইজীর ক্ষেত্রে বিশেষ কিছু পিনকোড আপনাকে দেওয়া হবে। সেই পিনকোডে আপনাকে কাস্টমার সার্ভিস দিতে হবে। অর্থাৎ এই ফাঞ্চাইজিতে আপনি কাস্টমারের কাছথেকে বুকিং নিতে পারবেন এবং পার্সেল ডেলিভারীও করতে পারবেন।
২) ইন্টারপ্রাইজ ফ্রাঞ্চাইজী :
এইধরণের ফ্রাঞ্চাইজীর ক্ষেত্রে আপনি শুধুমাত্র কর্পোরেট ক্লাইন্ট ডিল করতে পারবেন। কর্পোরেট বা ইন্টার্র্প্রাইজ কম্পানির প্রডাক্ট পিকাপ ও ডেলিভারী করতে পারবেন।
৩) ডেলিভারী ফ্রাঞ্চাইজী :
এই ধরণের ফ্রাঞ্চাইজী
নিলে আপনাকে সুদু মাত্র ডেলিভারী করতে হবে। আপনার জন্য একটি নির্দিষ্ট একটি ব্রাঞ্চ নির্ধারিত করা হবে, সেখানথেকে প্রডাক্ট সংগ্রহ করতে হবে এবং কাস্টমারের ডোরস্টেপে ডেলিভারী করতে হবে।
কত
ইনভেস্টমেন্ট পড়বে ? (
ইভেস্টমেন্ট নির্ভরকরছে আপনি কোন অঞ্চলে এই ফ্রাঞ্চাইজী শুরু করতে চাইছেন তার উপর। যদি আপনি শহর অঞ্চলে ফ্রাঞ্চাইজী শুরু করতে চান তাহলে আপনার ইনভেস্টমেন্ট পরবে প্রায় দেড় লক্ষ টাকা। আর যদি আপনি শহর ও গ্রাম এর মধ্যবর্তী কোন অঞ্চলে ফ্রাঞ্চাইজী শুরু করতে চান তাহলে আপনার ইনভেস্টমেন্ট পরবে প্রায় ১ লক্ষ টাকা। আর যদি আপনি কোন গ্রাম অঞ্চলে ফ্রাঞ্চাইজী শুরু করতে চান তাহলে আপনার ইনভেস্টমেন্ট আসবে প্রায় ৫০ হাজার টাকা।
ইনভেটমেন্টের অঙ্ক দেখেই বুঝতে পারছেন যে সামান্য টাকা
ইনভেস্ট করে আপনি দেশের একটি বিখ্যাত কুরিয়ার কোম্পানীর সঙ্গে গাঁটছড়া বেঁধে দারুন একটি ব্যবসা সহজেই শুরু করতে পারেন। DTDC কুরিয়ার কোম্পানী কোনরকম ফ্রাঞ্চাইজী ফী আপনার কাছথেকে নেয়না ,শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিট ও সেটাপ কস্ট
নিয়ে থাকে। এছাড়াও কাজ চালাবার জন্য ওয়ার্কিং কেপিটেল লাগবে ১লক্ষ থেকে ২৫ হাজার টাকার
মধ্যে। 
 কত লোক বলের
প্রয়জন পড়বে? (
DTDC কুরিয়ার
ফ্রাঞ্চাইজী চালাতে আপনার ২ থেকে ৪
জন লোক প্রয়জন পরবে। এই লোকবল নির্ভর
করবে আপনি কত বেশি কুড়িয়ার
ডেলিভারী করছেন বা পিকাপ করছেন
তার উপর এবং আপনার কাউন্টার চালাবার জন্য সবসময়ের জন্য একজন থেকে দুইজন লোক দরকার।
মুনাফা
কত হবে? (
মুনাফা
নির্ভর করছে আপনি কতবেশি  কাজের লোড নিতে পারছেন তার উপর। তবে সাধারণত শহর অঞ্চলের ফ্রাঞ্চাইজি মাসে প্রায় দেড় লক্ষ থেকে দুইলক্ষ টাকার বেশী ব্যবসা করে থাকেন।  শহর
ও গ্রামের মধ্যবর্তী অঞ্চলের ফ্রাঞ্চাইজী ৭০ হাজার থেকে
১ লক্ষ টাকার ব্যবসা করে থাকেন এবং গ্রাম অঞ্চলের ফ্রাঞ্চাইজী ৩০ থেকে ৫০
হাজার টাকার বেশী ব্যবসা করতে সক্ষম হবে। মাথায় রাখতে হবে ভালো লোকেশনে ব্যবসা আরো বেশী  করতে
পারবেন। 
DTDC কুরিয়ার ফ্রাঞ্চাইজী কেন নেবেন ? (DTDC courier franchise benefits)
১) কম ইনভেস্টমেন্টে বিখ্যাত
কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। 
২) DTDC
একটি নামী ব্র্যান্ড হওয়ার দরুন খুব তারাতারি ও সহজেই আপনি
কাস্টমার পেয়ে যাবেন। 
৩)
পুরো ব্যবসা ভালোভাবে চালাবার জন্য কোম্পানীর তরফথেকে ট্রেনিং এর ব্যবস্থা করা
হয়। 
৪)
অনলাইন অফলাইন মার্কেটিং সাপোর্ট কোম্পানী দিয়ে থাকে। 
৫)
ব্যবসার মেন্টর একজন কোম্পানীর তরফথেকে থাকবে যে সবসময় গাইড
করবে। 
ইত্যাদি
কিভাবে
এপ্লাই করতে হবে ? 
আপনি
যদি অনলাইনে DTDC -এর ফ্রাঞ্চাইজীর জন্য
এপ্লাই করতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে
"www.dtdc.in" সাইটে।
মেনুবারে আপনি ফ্রাঞ্চাইজী অপশন পেয়েযাবেন। এখানে দুটি অপশনের মধ্যে about অপশনটিতে যেতে হবে এখানে দেখবেন "be a dtdc
franchise" লেখাটির
নিচে "check
here" বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে আপনার জন্য একটি ফর্ম খুলে যাবে ফর্মটি ফিলাপ করে সাবমিট করে দিতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে কোম্পানির প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেবে। এই ভাবে আপনি
DTDC -এর ফ্রাঞ্চাইজীর জন্যএপ্লাই করতে পারেন। 
চাকরির পাশাপাশি করা যায় এমন পাঁচটি ব্যবসা।
আজকের
প্রতিবেদনটি কেমন লাগলো জানাতে ভুলবেননা।আর কোন ব্যবসা সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
Topics:
DTDC courier franchise apply online,DTDC courier franchise benefits,DTDC courier franchise profit margin,DTDC courier franchise manpower,DTDC courier franchise cost,DTDC courier franchise etc
