Monginis and Mio amore franchise
জন্মদিন হোক বা যেকোনো অনুষ্ঠান, আমরা এখন কেকের প্রয়োজনীয়তা অনুভব করে থাকি এবং আমরা অনেকেই এরকম একটি দারুণ কেকের দোকান শুরু করতে চাই। বর্তমানে "মনজিনিস" এবং "মিও আমোরে" কেক দোকান অনেক জনপ্রিয় এবং বাজারে এরকম অনেক দোকান আমরা দেখতে পাই। যেখানে কাস্টমারের চাহিদা পূরণ করতে হিমশিম খেয়ে ওঠে । আমরা অনেকেই জানি মনজিনিস বা মিও আমোরে কেকের দোকান একটি দারুন ফ্রাঞ্চাইজি ব্যবসা। এরকম একটা কেকের দোকান শুরু করতে পারলে দারুন প্রফিটের মুখ দেখতে পাওয়া যায়।
আমাদের অনেকেরই প্রশ্ন থাকে এরকম বড় একটি ব্র্যান্ডের সঙ্গে ফ্রাঞ্চাইজি নিয়ে কাজ করতে গেলে কত টাকার ইনভেস্টমেন্ট হতে পারে? কত টাকা প্রফিট হতে পারে এবং কিভাবে এপ্লাই করতে হয় এইসব নিয়ে আজকের প্রতিবেদন।আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব মনজিনিস বা মিও আমোরের ফ্রাঞ্চাইজি নিতে কি কি করনীয় এবং কত টাকা ইনভেস্টমেন্ট এর প্রয়োজন পড়তে পারে, কি পরিমান প্রফিট হতে পারে এবং কিভাবে এপ্লাই করতে হয়।
কিছুদিন আগে পর্যন্ত মনজিনিস এবং মিও আমোরে একত্রে একটি ব্র্যান্ড ছিল সেটি হলো মনজিনিস। ম্যানেজমেন্টের অভ্যন্তরীণ কিছু প্রবলেমের জন্য এটি দুই ভাগে ভাগ হয়ে যায় এবং একটি নতুন ব্র্যান্ড তৈরি হয় মিও আমোরে । পচিমবঙ্গের আনাচে-কানাচে প্রচুর মিও আমোরের ফ্যাঞ্চাইজি আমরা দেখতে পেয়ে থাকি। বর্তমানে দুটি ব্র্যান্ডই চালু আছে মনজিনিস এবং মিও আমোরে।
প্রথমে আমরা মনজিনিস কোম্পানি সম্পর্কে অল্প বিস্তার জেনে নেব । মনজিনিস হল ভারতের একটি বেকারি চেন । এদের প্রত্যেকটি আউটলেটে কেক,পেস্ট্রি, পিৎজা, বার্গার, সিঙ্গারা যাবতীয় জিনিস পাওয়া যায়। এদের সঙ্গে যুক্ত হয়ে আপনি যদি একটি ফ্যাঞ্চাইজি শুরু করতে পারেন । মন-জিনিস প্রায় 63 বছর ধরে সার্ভিস দিয়ে আসছে। এটি একটি অনেক পুরাতন এবং বিশ্বস্ত সংস্থা যাদের সঙ্গে কাজ করা বুদ্ধিমানের কাজ হবে। ভারতবর্ষের প্রচুর ফ্যাঞ্চাইজি পার্টনার এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ভালো প্রফিট ইনকাম করতে সমর্থ্য হচ্ছে। আপনি যদি বেকারি ব্যবসার ফ্রাঞ্চাইজি নেওয়ার চিন্তা করে থাকেন তাহলে মিও আমোরে বা মন-জিনিসের ফ্যাঞ্চাইজি নিতেতে পারেন এবং যথেষ্ট প্রফিট ইনকাম করতে পারেন।
ইনভেস্টমেন্ট কত পড়বে? (Monginis and Mio amore Franchise Cost)
মনজিনিসের ফ্রাঞ্চাইজি নিতে গেলে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকার ইনভেসমেন্ট আসবে। এর মধ্যে ৬ থেকে ৮ লাখ টাকা কোম্পানিকে রয়ালটি হিসাবে দিতে হবে। ১ লাখ টাকা কোম্পানির কাছে সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এই সিকিউরিটি ডিপোজি পরবর্তীকালে আপনি ফেরত পেয়ে যাবেন অর্থাৎ এটি রিফান্ডেবেল ইনভেস্টমেন্ট। ফ্রাঞ্চাইজি ফীর জন্য ২৫ হাজার টাকা লাগবে। এছাড়াও আপনার আউটলেট টিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ২৫০০০ থেকে ৫০ হাজার টাকা মতো খরচা হবে।
মিও আমোরে ফ্রাঞ্চাইজির জন্য আপনার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার প্রয়োজন পড়বে। এর মধ্যে থেকে দু লাখ টাকা খরচা হবে কোম্পানি রয়ালটি হিসাবে। এছাড়া ইন্টেরিয়র ডেকোরেশন এর জন্য তিন থেকে চার লাখ টাকা খরচা আসবে। পাঁচ লাখ টাকা কোম্পানি সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা রাখবে।
কতটা জায়গার প্রয়োজন?(monginis and mio amore franchise space required)
বেকারি ফ্যাঞ্চাজির জন্য আপনার প্রায় 200 থেকে আড়াইশো স্কয়ার ফিটের জায়গার প্রয়োজন পড়বে। আপনি যে এরিয়াতে এই ফ্যাঞ্চাজি শুরু করতে চাইছেন সেই এরিয়ার দু কিলোমিটারের মধ্যে অন্য কোন ফ্যাঞ্চাজি থাকলে চলবে না। জনপ্রিয় অঞ্চল অর্থাৎ যেখানে মানুষের ভিড় বেশি হয়, যেমন বাজার,স্কুল,কলেজ অঞ্চলের কাছাকাছি বা মেইন রোডের কাছাকাছি আপনার দোকান হতে হবে।
বেকারি ফ্যাঞ্চাজি কাদেরকে দেওয়া হয়?
*বেকারি ফ্রাঞ্চাইজি পেতে গেলে আপনাকে হার্ডওয়ার্কিং হতে হবে এবং আপনার সমস্ত টাইম এই ফ্যাঞ্চাজির পেছনে দিতে হবে।
*আপনার কাছে একটি পপুলার লোকেশনে দোকান থাকা প্রয়োজন।
*আপনার দোকানে যথেষ্ট জায়গা থাকার প্রয়োজন যেখানে কাস্টমার দাঁড়িয়ে খেতে পারে এবং আপনার কর্মচারীরা ভালোভাবে কাজ করতে পারে।
*আপনার দোকান থেকে ২ কিলোমিটারের মধ্যে অন্য কোন ফ্রাঞ্চাইজি থাকলে চলবে না।
এই বেসিক রিকোয়ারমেন্ট গুলি যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি অবশ্যই মিও আমোরে বা মনজিনিসের ফ্যাঞ্চাজির জন্য এপ্লাই করতে পারেন।
কোম্পানি থেকে কি কি সাপোর্ট পাবেন?
*কোম্পানি আপনাকে এবং আপনার কর্মচারীদের ট্রেনিং দেবে এবং ব্যবসার জন্য গাইড করবে|
*আপনার দোকানকে কিভাবে ডেকোরেশন করতে হবে কিভাবে আকর্ষণীয় করে তুলতে হবে এই সমস্ত বিষয়ের উপর কোম্পানি আপনাকে সাহায্য করবে
*আপনার দোকানের সেল কিভাবে বাড়িয়ে তোলা যায় সে বিষয়েও কোম্পানি আপনাকে সাহায্য করবে।
বেকারি ব্যবসায় প্রফিট কত হতে পারে?(monginis and mio amore franchise profit margin)
মনজিনিস বা মিও আমোরের প্রোডাক্ট বিক্রি করে প্রতি প্রোডাক্টে কম থেকে কম কুড়ি পার্সেন্ট প্রফিট ইনকাম করতে পারবেন।
এছাড়াও কোম্পানি এ বিষয়ে নজর রাখবে যাতে আপনি দু বছরের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট ইনকাম করতে পারেন।
কিভাবে অনলাইনে ফ্রাঞ্চাইজির জন্য এপ্লাই করবেন?
মনজিনিসের ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য আপনাকে প্রথমেই মনজিনিসের অফিশিয়াল ওয়েবসাইট www.monginis.net এই পেজটিতে চলে আসতে হবে।
এই পেজের হোম মেনুতে বিকাম আওয়ার ফ্রাঞ্চাইজি এই অপশনটিতে ক্লিক করবেন।
এখানে আপনি দুইটি অপশন পাবেন ১) ম্যানুফ্যাকচারিং ফ্রাঞ্চাইজি ২) কেক শপ ফ্রাঞ্চাইজি, কেক শপ ফ্রাঞ্চাইজিতে ক্লিক করবেন |এখানে একটি ফর্মের পেজ খুলে যাবে।
এখানে প্রয়জনীয় সমস্ত তথ্য দিয়ে কেপচা পূরণ করুন এবং সব শেষে আই এক্সেপ্ট বাটনটিতে ক্লিক করে জমা করেদিন।
এরপর আপনার সমস্ত ইনফরমেশন কোম্পানির কাছে চলে যাবে এবং কোম্পানি থেকে কোম্পানির প্রতিনিধি আপনার কাছে কল করে কি কি করতে হবে তার ব্যাপারে ডিটেলসে আপনার সঙ্গে কথা বলে নেবে। এভাবেই আপনি ফ্রাঞ্চাইজির জন্য এপ্লাই করতে পারেন।
মিও আমোরে বা মনজিনিস শপ ফ্রাঞ্চাইজি একটি দারুণ ফ্রাঞ্চাইজি ব্যবসার আইডিয়া আপনি যদি চালু করতে চান তাহলে অবশ্যই তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের সঙ্গে কন্টাক্ট করে চালু করতে পারেন। আজকের প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার ।
আরো পড়ুন :
DTDC কুরিয়ার সার্ভিসের ফ্রাঞ্চাইজী
Topics :
monginis franchise price, monginis franchise cost, monginis franchise cost kolkata,
monginis franchise apply, monginis franchise agreement, monginis franchise profit etc
